beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুলাই ২০১৪

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

১.১ এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

ইংরেজি

Bangladesh Water Development Board

সংক্ষিপ্ত

বাপাউবো (BWDB)

অফিস প্রধানের পদবি

মহাপরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

পানি সম্পদ মন্ত্রণালয়

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

০৮

20 টি সার্কেল অফিসসহ 78 টি জেলা অফিস

201 টি উপ-বিভাগীয় অফিস

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

মহাপরিচালক
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,

ওয়াপদা ভবন (৩য় তলা),

মতিঝিল বা/এ, ঢাকা

www.bwdb.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

৯৫৫২১৯৪, ৯২৬৪৬৬৫

ফ্যাক্স নং

880-2-৯৫৭৪৭৬৩

-মেইল

dg@bwdb.gov.bd

dg.bwdb.bd@gmail.com

মোবাইল নং

০১৭১১৫৪৭০২৮

১.২ পানি উন্নয়ন বোর্ড -পরিচিতি

১৯৫৪ এবং ১৯৫৫ সালের ভয়াবহ বন্যার পর ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানের লক্ষ্যে ১৯৫৭ সনে জাতিসংঘের অধীনে গঠিত ক্রুগ মিশন এর সুপারিশক্রমে এতদঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষে ১৯৫৯ সনে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়। বর্তমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ইপিওয়াপদা এর পানি উইং হিসেবে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসেবে কার্যক্রম আরম্ভ করে। স্বাধীনতার পর ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং: ৫৯ মোতাবেক ইপিওয়াপদা এর পানি অংশ একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। অত:পর সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি, ১৯৯৯ ও জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা, ২০০৪ এর সাথে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।

১.৩  পানি উন্নয়ন বোর্ড - অর্গানোগ্রাম

১.৪ পানি উন্নয়ন বোর্ড-কার্যক্রম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন ২০০০ অনুসারে বাপাউবোর কার্যাবলি নিম্নরূপ

(ক) কাঠামোগত কার্যাবলিঃ

  • নদী ও অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ও খরা প্রতিরোধের লক্ষ্যে জলাধার, ব্যারেজ, বাঁধ, রেগুলেটর বা অন্য যে কোন অবকাঠামো নির্মাণ
  • সেচ, মৎস্য চাষ, নৌ-পরিবহন, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে পানি প্রবাহের উন্নয়ন কিংবা পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের জন্য জলপথ, খাল-বিল ইত্যাদি পুনঃখনন
  • ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি ও পুনরুদ্ধার এবং নদীর মোহনা নিয়ন্ত্রণ
  • নদী তীর সংরক্ষণ এবং নদীভাঙ্গন হতে সম্ভাব্য ক্ষেত্রে শহর, বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় জনগুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণ
  • উপকূলীয় বাঁধ নির্মাণ ও সংরক্ষণ
  • লবণাক্ততার অনুপ্রবেশ রোধ ও মরুকরণ প্রশমন
  • সেচ, পরিবেশ সংরক্ষণ ও পানীয় জল আহরণের লক্ষ্যে বৃষ্টির পানি ধারণ

 

(খ) অকাঠামোগত ও সহায়ক কার্যাবলি :

  • বন্যা ও খরা পূর্বাভাস সতর্কীকরণ
  • পানিবিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধান কার্য পরিচালনা এবং এতদসম্পর্কিত তথ্য ও উপাত্ত গ্রহণ, সংরক্ষণ  ও বিতরণ
  • পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় এবং সম্ভাব্য ক্ষেত্রে বোর্ডের সৃষ্ট অবকাঠামোভুক্ত নিজস্ব জমিতে বনায়ন, মৎস্য চাষ কর্মসূচি বাস্তবায়ন এবং বাঁধের উপর রাস্তা নির্মাণ
  • বোর্ডের কার্যাবলির উপর মৌলিক ও প্রায়োগিক গবেষণা
  • বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের সুফল সংশ্লিষ্ট সুবিধাভোগীদের মধ্যে অব্যাহত রাখার লক্ষ্যে সুবিধাভোগীদের সংগঠিতকরণ, প্রকল্পে তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রকল্প রক্ষণাবেক্ষণ ও পরিচালন এবং প্রকল্প ব্যয় পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ও প্রাতিষ্ঠানিক কাঠামো উদ্ভাবন, বাস্তবায়ন ও পরিচালনা ইত্যাদি।

   ১.৫ এক নজরে বিভাগীয় (জোনাল) অফিস

 

নাম

বাংলা

 প্রধান প্রকৌশলীর কার্যালয়

ইংরেজি

Chief Engineer’s Office

সংক্ষিপ্ত

CE

অফিস সংখ্যা

8

অফিস প্রধানের পদবি

প্রধান প্রকৌশলী

জনবল

১১ (অবস্থান ভেদে)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 ১.৭ এক নজরে বিভাগীয় (সার্কেল) অফিস

 

নাম

বাংলা

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়

ইংরেজি

Superintendent Engineer’s Office

সংক্ষিপ্ত

SE

অফিস সংখ্যা

20

অফিস প্রধানের পদবি

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

জনবল

১৩ (অবস্থান ভেদে)

১.৬ বিভাগীয় (জোনাল) অফিসের অর্গানোগ্রাম

  ১.৮  সার্কেল অফিসের অর্গানোগ্রাম

২.১ বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (অধিদপ্তর/ জেলা পর্যায়)

ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(জেলা/ উপজেলা)

ঠিকাদার কর্তৃক সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

সম্পাদিত কাজের সাথে সংশ্লিষ্ট জেলা/ উপজেলা পর্যায়ের অফিস

2

বাপাউবো’র পানি বিজ্ঞান সম্পর্কিত তথ্য ও উপাত্ত

জেলা/ উপজেলা পর্যায়ের অফিস

3

জমি ইজারা/মৎস চাষ/বৃক্ষ রোপণ

মাঠ পর্যায়ে: নির্বাহী প্রকৌশলী এর দপ্তর

কেন্দ্রীয়ভাবে: ভূমি ও রাজস্ব পরিদপ্তর, আনসার চেম্বার, মতিঝিল, ঢাকা

সারাদেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থায় পানি সমতল ও বৃষ্টিপাতের উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে 5 দিনের আগাম সুনির্দিষ্ট পূর্বাভাস

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, ওয়াপদা ভবন, মতিঝিল, ঢাকা

 

মোবাইল, ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বন্যা পূর্বাভাস যথাসময়ে জনসাধারণকে পৌঁছে দেয়ার ব্যবস্থা চালু করা

যেকোন মোবাইল হতে ১০৯৪১ নাম্বারে ডায়াল করে প্রতিদিনের বন্যা পূর্বাভাস শুনতে পারবেন

6

সেচ কার্যক্রম পরিচালনা ও সেচ কর সংগ্রহ

 

মাঠ পর্যায়ে: নির্বাহী প্রকৌশলী/ সম্প্রসারণ কর্মকর্তা এর দপ্তর।

কেন্দ্রীয় ভাবে: প্রধান পানি ব্যবস্থাপকের দপ্তর, আনসার চেম্বার, মতিঝিল, ঢাকা

বন্যা নিয়ন্ত্রণ/পানি নিষ্কাশন কাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নদী ভাঙ্গন রোধ/ তীর সংরক্ষণ কাজ

নির্বাহী প্রকৌশলীর দপ্তর

 

যান্ত্রিক সরঞ্জাম ও ড্রেজার ব্যবহার ও ভাড়া

 

মাঠ পর্যায়ে: নির্বাহী প্রকৌশলী এর দপ্তর

কেন্দ্রীয়ভাবে: বাপাউবো’র যান্ত্রিক/ড্রেজার পরিদপ্তর

২.২ নাগরিক-সেবার তথ্য সারণি

২.২ নাগরিক-সেবার তথ্য সারণি

ক্রমিক

নং

সেবা প্রদানকারী অফিসের নাম

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি / ট্যাক্স / আনুষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ  হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

ঠিকাদার কর্তৃক সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

১। সংশ্লিষ্ট পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী/ সম্পাদিত কাজের সাথে সংশ্লিষ্ট অফিস প্রধান

২। সম্পাদিত কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী

সংশ্লিষ্ট বিভাগের অন্তর্গত  উন্নয়ন মুলক কাজ সমাপ্তির পর প্রকৃত ঠিকাদার কর্তৃক কাজের সনদ প্রাপ্তির জন্য নির্বাহী প্রকৌশলী বরারব প্রয়োজনীয় কাগজপত্রসহ  আবেদন করতে হবে। আবেদনপত্রটি যাচাই বাছাই করার পর সত্যতা পাওয়া গেলে ঠিকাদার কর্তৃক সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করা হয়।

৮-১০ কর্ম দিবস

বিনামূল্যে

 

১) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

২) পিপিআর, ২০০৮

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০২

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

বাপাউবো’র পানি বিজ্ঞান সম্পর্কিত তথ্য ও উপাত্ত

১। সিস্টেম এনালিস্ট

২। সহকারী প্রকৌশলী

৩। সহকারী প্রোগ্রামার

৪। ডাটা এন্ট্রি অপারেটর

সেবা গ্রহীতা পানি বিজ্ঞান সম্পর্কিত তথ্য-উপাত্তের জন্য বাপাউব কর্তৃক নির্ধারিত ফি প্রদান করে নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করতে হয়। আবেদনপত্র ও  নির্ধারিত ফি প্রদানের রসিদ পরীক্ষা করে সন্তোষজনক হলে সিস্টেম এনালিস্টের মাধ্যমে ডাটা বেইজ থেকে চাহিত তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সেবা গ্রহীতাকে প্রদান করা হয়।

২-৭ দিন

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড  কর্তৃক আরোপিত হারে অনুযায়ী

১) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৩

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

জমি ইজারা/মৎস চাষ/বৃক্ষ রোপণ

১) নির্বাহী প্রকৌশলী

২) সম্প্রসারণ অফিসার

৩) শাখা কর্মকর্তা 

বৃক্ষ রোপন/ মৎস্য চাষের জন্য জমি ইজারা পাওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করতে হয়। আবেদনপত্র যাচাই- বাছাই করে সন্তোষজনক হলে ইজারা প্রদান করা যায় মর্মে সুপারিশ  তত্ত্বাবধায়ক ও প্রধান প্রকৌশলীর মাধ্যমে ভূমি ও রাজস্ব পরিদপ্তেরর অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। ভূমি ও রাজস্ব পরিদপ্তর কর্তৃক অনুমোদনের পর নির্ধারিত ইজারা মূল্য পরিশোধের জন্য আবেদনকারীকে অনুরোধ করা হয়। নির্ধারিত ইজারা মূল্য পরিশোধের পর নির্বাহী প্রকৌশলী কর্তৃক চুক্তিনামায় স্বাক্ষর করা হয়।

৫০-৭০ দিন

প্রচলিত সরকারি বিধি মোতাবেক

১) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

২) পিপিআর-২০০৮

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

 ০৪

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

সারাদেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থায় পানি সমতল ও বৃষ্টিপাতের উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে 5 দিনের আগাম সুনির্দিষ্ট পূর্বাভাস

১। নির্বাহী প্রকৌশলী,

২। উপ-বিভাগীয় প্রকৌশলী

৩। সহঃ প্রকৌশলী

৪। সহঃ প্রোগ্রামার

৫। ডাটা এন্ট্রি অপারেটর

৬। টিসিও/টিপিও

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  পানি সমতল ও বৃষ্টিপাতের উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে 5 দিনের আগাম সুনির্দিষ্ট পূর্বাভাস ওয়েব সাইটের (www.ffwc.gov.bd) অনলাইন, ই-মেইল ও মোবাইলের মাধ্যমে প্রচার করা হয়।

তাৎক্ষণিক/

 

প্রতি বছর বন্যা মৌসুমে (মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত) দৈনিক

বিনামূল্যে

 

১) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

২) Standing Order on Disaster (SoD)

নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়াপদা ভবন মতিঝিল, ঢাকা

০৫

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র-

মোবাইল, ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বন্যা পূর্বাভাস যথাসময়ে জনসাধারণকে পৌঁছে দেয়ার ব্যবস্থা চালু করা

১। নির্বাহী প্রকৌশলী,

২। উপ-বিভাগীয় প্রকৌশলী

৩। সহঃ প্রকৌশলী

৪। সহঃ প্রোগ্রামার

৫। ডাটা এন্ট্রি অপারেটর

৬। টিসিও/টিপিও

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তা সর্বসাধারণের বোধগম্য করার লক্ষ্যে বাংলায় ও ইংরেজীতে ওয়েব সাইটের (www.ffwc.gov.bd) মাধ্যমে অনলাইনে প্রকাশের ব্যবস্হা গ্রহণ করা হয়। তাছাড়া,  দেশের যে কোন প্রান্তের জনগণ যেকোন মোবাইল হতে ১০৯৪১ নাম্বারে ডায়াল করে প্রতিদিন ঘূর্ণিঝড়, বন্যা, জ্বলোচ্ছাসের পূর্বাভাস  শুনতে পারেন।

 

 

তাৎক্ষণিক/

 

প্রতি বছর বন্যা মৌসুমে (মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত) দৈনিক

বিনামূল্যে

 

১) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

২) Standing Order on Disaster (SoD)

নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়াপদা ভবন মতিঝিল, ঢাকাএবং জেলা পর্যায়ে

০6

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

সেচ কার্যক্রম পরিচালনা ও সেচ কর সংগ্রহ

 

১। সংশ্লিষ্ট পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী

২।  উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা          

৩। সম্প্রসারণ অফিসার              ৪। সহকারী  সম্প্রসারণ অফিসার

৫। সম্প্রসারণ উপ-পরিদর্শক

 

সাধারণ কৃষককে বাপাউবো সেচ প্রকল্পের উপকৃত কৃষকদের সমন্বয়ে গঠিত পানি ব্যবস্থাপনা গ্রুপের সভাপতি বরাবর নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করতে হয়। পানি ব্যবস্থাপনা গ্রুপ উক্ত আবেদনটি যাচাই – বাছাই করে পানির প্রয়োজনীয়তা বিচার করে আবেদনকারী কৃষককে সেচের পানি নির্ধারিত সময়ে প্রদান করা হয়। কৃষকের অতিরিক্ত পানির জন্য অতিরিক্ত ফি প্রদান করতে হয়।

আদায়কৃত অর্থ সুবিধাভোগী সংগঠনের সাথে আলোচনাক্রমে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করা হয়।

  • দাপ্তরিক কার্যক্রম- ৩০-৩৫ দিন
  • সেচ পরিচালনা- সেচ মৌসুমে দৈনিক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচ সার্ভিস চার্জ আরোপ ও আদায় প্রবিধানমালা, ২০০৩ মোতাবেক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড  কর্তৃক আরোপিত হারে অনুযায়ী

১) বাংলাদেশ পানি আইন, ২০১৩

২) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

৩) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচ সার্ভিস চার্জ আরোপ ও আদায় প্রবিধানমালা, ২০০৩

৪) অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০০০

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০7

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

বন্যা নিয়ন্ত্রণ/পানি নিষ্কাশন কাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নদী ভাঙ্গন রোধ/ তীর সংরক্ষণ কাজ

 

১। সংশ্লিষ্ট পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী/ সম্পাদিত কাজের সাথে সংশ্লিষ্ট অফিস প্রধান

২। সম্পাদিত কাজ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী

সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাপাউবোর কর্মকর্তার সমন্বয়ে বন্যা নিয়ন্ত্রণ/পানি নিষ্কাশন ও রক্ষণাবেক্ষণ, নদী ভাঙ্গন রোধ/ তীর সংরক্ষণের জন্য প্রকল্পের প্রাথমিক অনুসন্ধান কাজ পরিচালনা করে  বিস্তারিত সমীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য প্রকল্পের জন্য ডিপিপি প্রস্তুত করা হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের আর্থিক সীমা অনুসারে প্রশাসনিক মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন বা একনেক কর্তৃক ডিপিপি অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রকল্পের এডিপি প্রণয়ন করা হয়। অতঃপর প্রচলিত সরকারি বিধি বিধান, নীতি ও আইন অনুসারে প্রকল্প বাস্তবায়ন করা হয়।

 

0১-০৫ বছর

 

 

১) বাংলাদেশ পানি আইন, ২০১৩

২) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

৩) জাতীয় পানি নীতি, ১৯৯৯

 

 

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

08

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

যান্ত্রিক সরঞ্জাম ও ড্রেজার ব্যবহার ও ভাড়া

 

১) নির্বাহী প্রকৌশলী

২) যান্ত্রিক সরঞ্জাম ও ড্রেজার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী

বাপাউবোর যে কোন ড্রেজিং ভাড়া পেতে চাইলে প্রত্যাশী সংস্থাকে সরাসরি প্রধান প্রকৌশলী, ড্রেজারস, পাউবো বরাবর প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদনটি যাচাই-বাছাই ও সরেজমিনে পরিদর্শন করে সন্তোষজনক হলে বাপাউবো প্রচলিত দর অনুসারে মোট ভাড়ার মূল্যের ২৫% অগ্রীম টাকা প্রদানের শর্তে আবেদনটি অনুমোদন করা হয়। আবেদনকারী অগ্রীম মূল্য পরিশোধ করলে বিধি মোতাবেক সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ব্যবহারকারী/আবেদনকারীর সাথে চুক্তিপত্র (নন জুডিশিয়াল স্ট্যাম্পে) সম্পাদন করতে হয়। চুক্তিপত্র সম্পাদন করতে ব্যবহারকারী/পার্টির ২ দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও নমুনা স্বাক্ষর দাখিল করতে হবে।

 

১৫-২০ দিন

প্রচলিত সরকারি বিধি মোতাবেক

১) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

 

বাপাউবো’র ড্রেজার পরিদপ্তর