beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০১৪

মৎস্য অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

মৎস্য অধিদপ্তর

ইংরেজি

Department of Fisheries, Bangladesh

সংক্ষিপ্ত

DoF

অফিস প্রধানের পদবি

মহাপরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

 

 

০৭

৬৪

৪৭৮

8846

যোগাযোগের তথ্যাবলি

ঠিকানা

১৩, শহীদ ক্যাপ্টেন মনসুর আলি সরণি
মৎস্য অধিদপ্তর

মৎস্য ভবন

রমনা, ঢাকা-১০০০
বাংলাদেশ

ফোন নং

+৮৮০-২-9562861

+৮৮০-২-9561383

ফ্যাক্স নং

+৮৮০-২-9568393

ই-মেইল

dg@fisheries.gov.bd

মোবাইল নং

 

 মৎস্য অধিদপ্তরের - পরিচিতি


অবিভক্ত বাঙলায় সর্বপ্রথম ১৯০৮ সালে মৎস্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯১০ সালে এটি কৃষি অধিদপ্তরের সাথে একীভূত হয়। ১৯১৭ সালে ড. টি সাউথ ওয়েল এর মতামতের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর পুনরায় স্বাধীনভাবে কাজ শুরু করে এবং ১৯২৩ সালে এটি আবার অবলুপ্ত করা হয়। ১৯৪২ সালে ড. রামস্বামী নাইডুর মতামতের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের পুণঃ আবির্ভাব ঘটে। তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে থাকে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৫ এর এপ্রিল মাসে পাকিস্তানের কেন্দ্রীয় মৎস্য অধিদপ্তর মৎস্য অধিদপ্তর বাংলাদেশের সাথে একীভূত হয়।  ১৯৮৪ সালে তৎকালীন কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য বিভাগ মৎস্য অধিদপ্তরের সাথে সামুদ্রিক মৎস্য বিভাগ হিসেবে অংগীভূত হয়। বর্তমানে মৎস্য অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন থেকে মৎস্য সম্পদ উন্নয়নের যাবতীয় কর্মকান্ড পরিচালনা করছে। মৎস্য অধিদপ্তরের প্রধান হলেন মহাপরিচালক এবং  তাঁকে সকল ক্ষেত্রে ৩ জন পরিচালক এবং ২ জন পরিচালক পর্যায়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহযোগিতা প্রদান করে থাকেন। বিভাগ, জেলা  এবং উপজেলা পর্যায়ে যথাক্রমে বিভাগীয় উপ-পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা এবং  উপজেলা/ সিনিয়র উপেজলা মৎস্য কর্মকর্তা প্রশাসনিক কাঠামোতে নিয়োজিত আছেন। এছাড়া ৩টি বিভাগে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর, ১টি সামুদ্রিক মৎস্য দপ্তর এবং ১০৫ টি মৎস্য বীজ উৎপাদন খামার এবং ৪টি প্রশিক্ষণ কেন্দ্র, ০১ ডিপ্লোমা ইনস্টিটিউট এবং ০১টি প্রশিক্ষণ একডেমি রয়েছে।

 মৎস্য অধিদপ্তর -অর্গানোগ্রাম

 

মৎস্য অধিদপ্তর -কার্যপরিধি

(১) মৎস্য সম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণে দায়িত্ব পালন করা
(২) লাগসই ভিত্তিক হ্যাচারি সম্পন্ন পোনা মাছ উৎপাদনের জন্য বেসরকারি নার্সারি মালিকদের সম্ভাব্য সকল প্রকার কারিগরি সাহায্য ও সহযোগিতা প্রদান
(৩) গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদন ও প্রদর্শনীর জন্য প্রদর্শনী নার্সারি কার্যক্রম পরিচালনা এবং তথ্যাদি সংরক্ষণ
(৪) মৎস্য চাষিদের বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান
(৫) ব্যাংক ঋণ প্রাপ্তিতে মৎস্যচাষি/মৎস্যজীবী/চিংড়িচাষি/উদ্যোক্তাদের প্রকল্প তৈরিসহ অন্যান্য কারিগরী সহায়তা প্রদান
(৬) জরিপ ও তথ্য সংগ্রহ
(ক) সরকারি (খাস) ও বেসরকারি সকল প্রকার পুকুর, দীঘি, নদী, খাল, বিল প্রভৃতি জলাশয়ের সংখ্যা এবং আয়তন সম্পর্কে     তথ্যাদি সংগ্রহ ও যথাযথভাবে তা সংরক্ষণ
 (খ) বেসরকারি পর্যায়ে পুকুর, দীঘি, বিল, বাঁওড়, প্লাবনভূমি ও ধানক্ষেত ইত্যাদিতে মৎস্যচাষ কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি  হালনাগাদ সংগ্রহ এবং উৎপাদিত মাছের তথ্যাদি সংগ্রহ ও তা যথাযথভাবে সংরক্ষণ
(গ) উন্মুক্ত জলাশয়, নদী-নালা, খাল-বিল, প্লাবনভূমি ইত্যাদি হতে আহরিত মৎস্য বিষয়ক তথ্যাদি নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ
(ঘ) প্রাকৃতিক উৎসের সন্ধান এবং আহরিত রেনু/পোনার (প্রযোজ্য ক্ষেত্রে) উপাত্ত ও তা যথাযথভাবে সংরক্ষণ
(ঙ) প্রধান প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র/মাছের আড়ত ও হাট-বাজার পরিদর্শন করে Random Sampling পদ্ধতিতে মাছের প্রধান প্রধান প্রজাতিভিত্তিক মোট পরিমাণ, গড় সাইজ ও ওজন এবং কেজি প্রতি পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য এই তিন ধাপে  মাছের প্রজাতি ভিত্তিক টন প্রতি মূল্য ও আনুষঙ্গিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ
(৭) জলমহাল ব্যবস্থাপনার আওতায় মৎস্য বিভাগীয় প্রকল্পভুক্ত জলমহালগুলোর জৈবিক ব্যবস্থাপনা (Biological Management) এবং সংরক্ষণমূলক কার্যক্রম বাস্তবায়ন
 (৮) মৎস্য সম্পদ সংরক্ষণ আইন ১৯৫০ এবং এতদসংক্রান্ত পরবর্তী সংশোধনীর আলোকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ
(৯) পানিসম্পদ ব্যবস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করা
(১০) বেসরকারি পর্যায়ে পরিচালিত কার্প/চিংড়ি ও অন্যান্য প্রজাতির হ্যাচারির সংখ্যা, আয়তন অবস্থান ও স্থাপনা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি হ্যাচারিওয়ারী পৃথক পৃথক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রণীতব্য নীতিমালার আলোকে তা নিবন্ধন করার ব্যবস্থা গ্রহণ
 (১১) বেসরকারিভাবে নতুন কোন মাছের প্রজাতি উপজেলা পর্যায়ে চাষির খামারে চাষ শুরু হলে জীব বৈচিত্র্যের কোন প্রভাব ফেলবে কিনা এবং উহার চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ত্বরিৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ
(১২) মাছ/চিংড়ি খামারে ব্যবহৃত মৎস্যজাত ভেজাল নিরোধ ও গুণগতমান সংরক্ষণের জন্য মৎস্য খাদ্যের দোকান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ
 (১৩) উপজেলা পর্যায়ে মৎস্য অভয়াশ্রমের অনুসরণে মান্দা, কুয়া ইত্যাদি স্থাপনের মাধ্যমে সনাতনী প্রজাতির মাছ/বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ
 (১৪) মৎস্য অধিদপ্তরে বাস্তবায়নাধীন ক্ষুদ্রঋণ সম্পর্কিত প্রকল্প (সমাপ্ত প্রকল্পসহ)/কর্মসূচিতে বরাদ্দকৃত টাকা সরকারি বিধি/প্রকল্পের নীতিমালা ও দিকনির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট মৎস্যচাষিদের মাঝে বিতরণ ও নির্ধারিত লক্ষ্যমাত্রার মৎস্য ও অন্যান্য সামগ্রী উৎপাদন নিশ্চিত করে ঋণের টাকা আদায়ের ব্যবস্থা নিশ্চিতকরণ
(১৫) জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিকদলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিতকরণ ও প্রশিক্ষণ ইত্যাদি।

 


 এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, মৎস্য অধিদপ্ত

ইংরেজি

Office of Divisional Deputy Director,Fisharies

সংক্ষিপ্ত

ডিডিএফ

অফিস সংখ্যা

০৭

অফিস প্রধানের পদবি

উপ-পরিচালক

জনবল

০৮ জন

 

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

জেলা মৎস্য দপ্তর

ইংরেজি

District Fisheries Office

সংক্ষিপ্ত

DFO

অফিস সংখ্যা

৬৪

অফিস প্রধানের পদবি

জেলা মৎস্য কর্মকর্তা

জনবল

০৮

 

 এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা মৎস্য দপ্তর

ইংরেজি

Upazila Fisheries Office

সংক্ষিপ্ত

UFO

অফিস সংখ্যা

477

অফিস প্রধানের পদবি

সিনিয়র/উপজেলা মৎস্য কর্মকর্তা

জনবল

০৫

 

বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম

জেলা অফিসের অর্গানোগ্রাম

উপজেলা অফিসের অর্গানোগ্রাম

 নাগরিক সেবার তালিকা (অধিদপ্তর/ বিভাগ/ জেলা/ উপজেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(অধিদপ্তর/ বিভাগ/ জেলা/ উপজেলা পর্যায়)

১।

মৎস্য বিষয়ক পরামর্শ (প্রযুক্তি, রোগ ও উপকরণ সংগ্রহ)

উপজেলা

২।

মৎস্য ও চিংড়ি খামার নিবন্ধন

উপজেলা

৩।

প্রশিক্ষণ

জেলা/উপজেলা/মৎস্য খামার

৪।

মৎস্য পুণর্বাসন ও উপকরণ বিতরণ

উপজেলা

৫।

মৎস্য বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণে বিভিন্ন প্রদর্শনী স্কিম গ্রহণ

উপজেলা

৬।

দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রদান ও আদায়

উপজেলা

৭।

পোনা মাছ অবমুক্তি

উপজেলা

৮।

মৎস্য খাদ্যের উৎপাদন, উপকরণ সংগ্রহ এবং ক্রয়-বিক্রয়ের  লাইসেন্স প্রদান

জেলা/উপজেলা

৯।

মৎস্য হ্যাচারি নিবন্ধন

জেলা/উপজেলা

১০।

বরফকল নিবন্ধন

উপজেলা/ জেলা/ বিভাগ

১১।

স্বাস্থ্য সনদ প্রদান

উপজেলা/ জেলা/ বিভাগ

১২।

বিভিন্ন পণ্য আমদানি অনাপত্তি সনদ

অধিদপ্তর

 

২.2 নাগরিক সেবার তথ্য সারণি

ক্রমিক

নং

সেবা প্রদানকারী           অফিসের নাম

                   সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি / ট্যাক্স / আনুষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

উপজেলা মৎস্য অফিস

মৎস্য বিষয়ক পরামর্শ (প্রযুক্তি, রোগ, ঋণ ও উপকরণ সংগ্রহ)

উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,

সহকারী মৎস্য কর্মকর্তা

মৎস্যচাষী/মৎস্যজীবী/ উদ্যোক্তাগণ সরাসরি, ই-মেইল, মোবাইলের মাধ্যমে সমস্যা জানালে  রেজিষ্টারে নিবন্ধিকরণের পর সরাসরি পরামর্শ প্রদান অথবা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। প্রয়োজনে মাঠ পরিদর্শন করে পরামর্শ প্রদান করা হয় এবং রিপোর্ট দেয়া হয়।

১-৫ দিন

বিনামূল্যে

  • মৎস্য প্রযুক্তি বিষয়ক ম্যানুয়ল
  • ক্ষুদ্র ঋণ নীতিমালা
  • জলমহাল নীতিমালা
  • মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের কৌশলপত্র
  • মৎস্য বিষয়ক আইন সমূহ

জেলা মৎস্য কর্মকর্তা

০২

উপজেলা মৎস্য অফিস

 

মৎস্য ও চিংড়ি খামার নিবন্ধন

১. উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

২. সহকারী মৎস্য কর্মকর্তা

 

চাষী/ খামারীকে নির্ধারিত ফরমে জমির পর্চা/দলিল/লীজের দলিলাদিসহ আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর খামার পরিদর্শন, জমির দলিল/পর্চা যাচাইপূর্বক নিবন্ধন প্রদান করা হয়। নীতিমালা মোতাবেক সকল তথ্য যথাযথ না থাকলে সংশোধন করে দাখিল করতে বলা হয়; অন্যথায় বাতিল করা হয়।

 

৮-৩০ দিন

বিনামূল্যে

মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিধিমালা-১৯৯৭ (সংশোধিত-২০০৮)

জেলা মৎস্য কর্মকর্তা

 

০৩

জেলা/ উপজেলা মৎস্য অফিস

প্রশিক্ষণ

১. জেলা মৎস্য অফিসার

২. উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

৩. সহকারী মৎস্য কর্মকর্তা

মৎস্যচাষী/উদ্যোক্তা/মৎস্যজীবীর আবেদন প্রাপ্তির পর অথবা মৎস্য অধিদপ্তর নিজ উদ্যোগে মৎস্য প্রযুক্তি প্যাকেজ নির্ধারণ পূর্বক দলগঠন করা হয়। অত:পর মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে সনদপত্র দেয়া হয়।

 

১৫-৩০ দিন

বিনামূল্যে

মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ নীতিমালা

১. জেলা মৎস্য কর্মকর্তা

২. বিভাগীয় মৎস্য কর্মকর্তা

০৪

উপজেলা মৎস্য অফিস

মৎস্য পূণর্বাসন ও উপকরণ বিতরণ

১. উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

২. সহকারী মৎস্য কর্মকর্তা

 

মৎস্য চাষী/মৎস্যজীবীর আবেদনের প্রেক্ষিতে অথবা উপজেলা মৎস্য দপ্তর এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে যৌথভাবে উপকরণ বিতরণের জন্য তালিকা প্রস্তুত কর হয়। প্রস্তুতকৃত তালিকা উপজেলা পরিষদের সভায় অনুমোদন করা হয়। অনুমোদিত তালিকা মোতাবেক মৎস্য চাষী/ মৎস্যজীবীর মাঝে বিভিন্ন উপকরণ সরবরাহ করা হয়।

৫৫-৭৬ দিন

কোন ফি লাগে না

 

  • জাটকা সংরক্ষণ নীতিমালা
  • পোনা অবমুক্তি কার্যক্রমের নীতিমালা

জেলা মৎস্য কর্মকর্তা

০৫

উপজেলা/জেলা মৎন্য  অফিস

 

মৎস্য বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণে বিভিন্ন প্রদর্শনী স্কিম গ্রহণ

১. উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

২. সহকারী মৎস্য কর্মকর্তা

 

মৎস্যচাষী/মৎস্যজীবীগণ মৎস্য বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণে বিভিন্ন প্রদর্শনী স্কিম গ্রহণের জন্য আবেদন করেন অথবা ইউনিয়ন পরিষদ এবং ক্ষেত্র সহকারী যৌথভাবে তালিকা প্রস্ত্তত করেন।  ইউনিয়ন পরিষদের মাধ্যমে অনুমোদিত তালিকা এবং উপজেলা পরিষদের অনুমোদনের ভিত্তিতে স্কিম নির্বাচন পূর্বক বাস্তবায়ন করা হয়।‌

স্কিম নির্বাচন সর্বোচ্চ ৬০ দিন, ক্রয় প্রক্রিয়া ১৫--৪০ দিন, বাস্তবায়ন- ৩০-৬০ দিন

কোন ফি লাগে না

 

  • বিল নার্সারি সংক্রান্ত কার্যক্রমের পরিপত্র
  • কাবিখা নীতিমালা
  • পিপিআর-২০০৮

জেলা মৎস্য কর্মকর্তা

০৬

উপজেলা মৎস্য অফিস

দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রদান ও আদায়

১. উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

২. সহকারী মৎস্য কর্মকর্তা

 

 

মৎস্যচাষী/মৎস্যজীবীর আবেদনের প্রেক্ষিতে  উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক তালিকা প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত তালিকা অনুমোদনের জন্য  উপজেলা কমিটিতে উপস্থাপন কর হয়। উপজেলা কমিটি কর্তৃক অনুমোদনের ভিত্তিতে নির্বাচিতদের মাঝে ঋণ প্রদান করা হয়।

৫০-৭০ দিন

কোন ফি লাগে না।

 

ক্ষুদ্র ঋণ নীতিমালা

জেলা মৎস্য কর্মকর্তা

০৭

উপজেলা মৎস্য অফিস

পোনা মাছ অবমুক্তি

১. উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

২. সহকারী মৎস্য কর্মকর্তা

 

মৎস্যচাষী/মৎস্যজীবীর আবেদনের প্রেক্ষিতে  উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক জলাশয় নির্বাচনের নিমিত্ত উপজেলা জলাশয় নির্বাচন কমিটিতে উপস্থাপন করা হয়। উপজেলা জলাশয় নির্বাচন কমিটি পোনা মাছ অবমুক্তির জন্য জলাশয় নির্বাচন করেন। উপজেলা পোনা মাছ ক্রয় কমিটি বরাদ্দকৃত অর্থের পোনা মাছ ক্রয় করে নির্বাচিত জলাশয় সমূহে পোনা মাছ গ্রহণ কমিটির উপস্থিতিতে পোনা মাছ অবমুক্ত করা হয়।

প্রায় ৬০ দিন

কোন ফি লাগে না

 

 পোনা অবমুক্তি কার্যক্রমের নীতিমালা-২০১৩

জেলা মৎস্য কর্মকর্তা

০৮

জেলা/ উপজেলা মৎস্য অফিস

মৎস্য খাদ্যের উৎপাদন, উপকরণ সংগ্রহ এবং ক্রয়-বিক্রয়ের  লাইসেন্স প্রদান

জেলা মৎস্য কর্মকর্তা

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা

 

নির্ধারিত ফরমে নির্ধারিত ফি প্রদান এবং ট্রেড লাইসেন্স, আয়কর, ভ্যাট নিবন্ধনসহ উপজেলা মৎস্য অফিসে আবেদন করতে হয়। সংশ্লিষ্ট উপজেলা মৎস্য অফিস কর্তৃক পরিদর্শন এবং নমুনা সংগ্রহ পূর্বক সুপারিশসহ জেলা কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা সুপারিশমালা পর্যালোচনা, প্রযোজ্য ক্ষেত্রে পরিদর্শন এবং নমুনা ল্যাবরেটরিতে টেস্টের জন্য প্রেরণ করে থাকেন। অত:পর ল্যাবরেচরি টেস্টের ফলাফলের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরে সুপারিশসহ প্রেরণ করেন। মহপরিচালক যাচাই করে লাইসেন্স প্রদান অথবা বাতিল করা হয়ে থাকেন।

১৫-৩০ দিন

১. মৎস্য খাদ্য উৎপাদন-১০,০০০/-

২. মৎস্য খাদ্য আমদানী এবং রফতানি-১০,০০০/-

৩. পাইকারী বিক্রয়-১,০০০/-

৪. খুচরা বিক্রয়-৫০০/-

 

মৎস্য ও পশু খাদ্য আইন-২০10

এবং মৎস্য ও পশু খাদ্য বিধিমালা-২০১১

১. জেলা মৎস্য কর্মকর্তা

২. বিভাগীয় মৎস্য কর্মকর্তা

০৯

জেলা/ উপজেলা মৎস্য অফিস

মৎস্য হ্যাচারী নিবন্ধন

১. জেলা মৎস্য কর্মকর্তা

২. উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

৩. সহকারী মৎস্য কর্মকর্তা

 

 

নির্ধারিত ফরমে, নির্ধারিত ফি প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা মৎস্য অফিসে আবেদন করতে হয়। সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক পরিদর্শন এবং নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা পরীক্ষা নীরিক্ষা পূর্বক উপজেলা মৎস্য কর্মকর্তার সুপারিশসহ জেলা কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা সুপারিশমালা পর্যালোচনা, প্রযোজ্য ক্ষেত্রে পরিদর্শন এবং নমুনা ল্যাবরেটরিতে টেস্টের জন্য প্রেরণ করেন। টেস্টের ফলাফলের ভিত্তিতে লাইসেন্স প্রদান অথবা আবেদনকারীকে বাতিল সংক্রান্ত অবগতি পত্র প্রেরণ করা হয়।

 

৯-৬০ দিন

আবেদন ফি-৫০০/- এবং হ্যাচারীর ধরন অনুসারে লাইসেন্সের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হয়

মৎস্য হ্যাচারী আইন-২০১০ এবং

মৎস্য হ্যাচারী বিধিমালা-২০১১

 

 

১. জেলা মৎস্য কর্মকর্তা

২. বিভাগীয় মৎস্য কর্মকর্তা

১০

১. উপ-পরিচালকের কার্যালয়

২. জেলা মৎস্য অফিস

৩. উপজেলা মৎস্য অফিস

বরফকল নিবন্ধন

১. উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ)

২. জেলা মৎস্য কর্মকর্তা

৩. উপজেলা/ সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা

৪. সহকারী মৎস্য কর্মকর্তা

 

নির্ধারিত ফরমে, নির্ধারিত ফি প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা মৎস্য অফিসে আবেদন করতে হয়। সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্তকর্তা/ প্রতিনিধি কর্তৃক পরিদর্শন এবং নমুনা সংগ্রহ করা হয়।  উপজেলা মৎস্য কর্মকর্তার সুপারিশসহ জেলা কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা সুপারিশমালা পর্যালোচনা, প্রযোজ্য ক্ষেত্রে পরিদর্শন এবং নমুনা  ল্যাবরেটরিতে টেস্টের জন্য প্রেরণ করেন। টেস্টের ফলাফলের ভিত্তিতে সুপারিশসহ উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ) বরাবরে প্রেরণ করা হয়। উপ-পরিচালক (মাননিয়ন্ত্রণ) কর্তৃক প্রয়োজনীয় তথ্যাদি পর্যালোচনা এবং লাইসেন্স প্রদান অথবা বাতিলের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীকে লাইসেন্স প্রদান অথবা বাতিল সংক্রান্ত অবগতি পত্র প্রেরণ করা হয়।

 

৯-৬০ দিন

আবেদন ফি-৫০০/-

মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিধিমালা-১৯৯৭ (সংশোধিত-২০০৮)

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

১১

উপ-পরিচালকের কার্যালয়

স্বাস্থ্য সনদ প্রদান

১. পরিদর্শক

২. মাইক্রো-বায়োলজিষ্ট

৩. উপ-পরিচালক (মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ)

আবদনকারীকে রপ্তানি জোনের উপ-পরিচালক (ঢাক, চট্রগ্রাম, খুলনা বিভাগ) বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর পণ্য ও ফ্যাক্টরি পরিদর্শন করা হয় এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে নমুনার অনুজীব এবং রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্বাস্থ্য সনদ প্রদান অথবা বাতিলের সুপারিশের প্রেক্ষিতে স্বাস্থ্য সনদ প্রদান বা বাতিলের অবগতি পত্র আবেদকারীকে প্রেরণ করা হয়।

 

১৯  দিন

১৫০০/- থেকে ১০,০০০/-টাকা

মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিধিমালা-১৯৯৭ (সংশোধিত-২০০৮)

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

১২

মৎস্য অধিদপ্তর

বিভিন্ন মৎস্য পণ্য আমদানী অনাপত্তি সনদ

 

 

 

 

 

 

১. পরিদর্শক

২. উপজেলা/ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য কর্মকর্তা

আমদানীকারকগণকে মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। আমদানীকারকের রিপোর্ট/ আবেদনের প্রেক্ষিতে কোন দেশ থেকে পন্য আমদানী করা হচ্ছে তার কাগজপত্র যাচাই করা হয়। অত:পর আমদানী পন্য দেশের পরিবেশের উপর কোন বিরূপ প্রভাব ফেলবে কিনা তা যাচাই-এর জজন্য নমুনা সংগ্রহ, ল্যাবরেটরিতে নমুনার অনুজীব এবং রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষার  ফলাফলের ভিত্তিতে আমদানীকৃত পণ্যে জন্য অনাপত্তি সনদ প্রদান করা হয় অথবা সনদ প্রদান সম্ভব না হলে আবেদকারীকে বাতিলের অবগতি পত্র প্রেরণ করা হয়।

সবোর্চ্ছ ২০ দিন

১৫০০/- থেকে ১০,০০০/-টাকা

মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা-১৯৯৭ (সংশোধিত-২০০৮)

মহাপরিচালক