beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৪

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

১.১ এক নজরে ডিপিই

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ইংরেজি

Directorate of Primary Education

সংক্ষিপ্ত

DPE

অফিস প্রধানের পদবি

ডিজি

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

অফিস কোড

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

(প্রধান কার্যলয়)

38

০৭

১৩১ (জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৬৪ এবং পিটিআই ৬৭)

১০১০ (উপজেলা শিক্ষা অফিস+ উপজেলা রির্সোস সেন্টার)

৪০০ প্রায়

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

+৮৮০-২-৮০৫৭৮৭৭

ফ্যাক্স নং

+৮৮০-২-৮০১৬৪৯৯

ই- মেইল

ghoshsk506@yahoo.com

dgprimaryeducation@gmail.com

স্বাধীনতা উত্তর বাংলদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে দেশের প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। তার পূর্বে এ দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছিল। আর এর ফলে শুরু হয় সদ্যস্বাধীন হওয়া বাংলাদেশে প্রাথমিক শিক্ষার এক নতুন যুগ। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে দেশে পরবর্তীতে সৃষ্টি হওয়া প্রায় ২৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন । শিক্ষা জাতির মেরুদন্ড এবং প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার ভিত্তি। এ উপলব্ধি থেকে সরকার প্রাথমিক শিক্ষা খাতে সর্বাপেক্ষা গুরুত্ব আরোপ করে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ (পিইডিপি-৩)-এর মাধ্যমে প্রায় ৫৮ হাজার কোটি টাকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের সকল  শিশুকে  বিনামূল্যে সম্পূর্ণ নতুন বই বছরের প্রথম দিনই সরবরাহ করা হচ্ছে। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মান এবং সম্প্রসারণ করা হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের নতুন পদ সৃষ্টি করে প্রাক প্রাথমিক শ্রেণি চালু করা হয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি উপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করাসহ ঝরেপড়ার হার হ্রাস করা সম্ভব হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে প্রধান শিক্ষকদের পদমর্যাদা ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীতসহ সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিক শিক্ষাচক্র শেষে দেশের সকল ৫ম শ্রেণির শিশু একসাথে এবং এক প্রশ্নে জাতীয় পরীক্ষার ন্যায় সমাপণী পরীক্ষায় অংশগ্রহণ করছে। ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার প্রচলন করা হয়েছে এতে প্রাথমিক শিক্ষায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। সমাপণী পরীক্ষার মাধ্যমে শিশুদের বৃত্তি প্রদান করা হয় এবং শিশুদের সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শরীর গঠনসহ খেলাধুলায় আগ্রহী করে তোলার জন্য প্রতিবছর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পিটিআইগুলোতে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে এবং পিটিআই বিহিন ১২টি জেলাতে নতুন করে পিটিআই চালু করা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করণের কার্যক্রমও শুরু হয়েছে। শিক্ষা জীবনের প্রথম থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদানের লক্ষ্যে  প্রাথমিক বিদ্যালয়সমূহে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হচ্ছে। আশা করা যায় এর ফলে আমাদের শিশুরা আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ৭ বিভাগে উপ-পরিচলক অফিস, ৬৪ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ৬৭ টি পিটিআই (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট), ৫০৫ টি উপজেলা/থানা শিক্ষা অফিস, ৪৮২ টি উপজেলা/থান রিসোর্স সেন্টার রয়েছে।

 

১.৪ ডিপিই- কার্যপরিধি

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যাবলি:

প্রশাসন বিভাগ:

  • মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ
  • জনবল নিয়োগ ও পদোন্নতি
  • পাঠ্যপুস্তক বিতরণ
  • সমাপণী পরীক্ষা সম্পাদন
  • জাতীয় দিবস সমূহ উদযাপন
  • Logistic support management
  • পরিবহন ব্যবস্থাপনা
  • কর্মকর্তা ও কর্মচারীগণের পেশাগত দক্ষতা উন্নয়ন
  • প্রধান কার্যালয়ের সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা
  • আন্ত: বিভাগীয় বিভিন্ন কাজের সমন্বয়
  • বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাজের সমন্বয়
  • যুগপোযোগী নীতিমালা প্রণয়ন ও সংস্কার সাধন

পলিসি অপারেশন বিভাগ:

  • শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা
  • একীভূত শিক্ষা বাস্তবায়ন
  • সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ
  • শিক্ষক নিয়োগ
  • শিক্ষক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ
  • Teacher Database তৈরি ও সংরক্ষন
  • শিক্ষক ক্যারিয়ার পাথ গঠণ ও ইনসেনটিভ প্রদানের ব্যবস্থা
  • বিভিন্ন উন্নয়ন সহযোগীএবং সরকারি দপ্তরের সাথে কাজের সমন্বয় সাধন ইত্যাদি

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ:

  • উন্নয়ন পরিকল্পনা  ও কর্মসূচি প্রণয়ন,
  • উন্নয়ন পরিকল্পনা  ও প্রকল্প কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ,
  • বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বিভিন্ন সরকারি দপ্তরের সাথে কাজের সমন্বয় সাধন
  • বিদ্যালয় ও উপজেলা পর্যয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা

 

প্রশিক্ষণ বিভাগ:

  • বিভিন্ন স্তরে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পরিকল্পনা  ও ব্যবস্থাপণা
  • প্রশিক্ষন ম্যানুয়াল প্রস্তুতকরণ
  • শিক্ষক সংস্করণ, শিক্ষক নির্দেশিকা, শিক্ষক সহায়িকা ইত্যাদি প্রস্তুতকরণ,
  • বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বিভিন্ন সরকারি দপ্তরের সাথে কাজের সমন্বয় সাধন ইত্যাদি

অর্থ বিভাগ:

  • আর্থিক ব্যবস্থাপনা (উন্নয়ন ও অনুন্নয়ন
  • বাজেট প্রণয়ন
  • অডিট ও হিসাব সংরক্ষণ এবং প্রতিবেদন তৈরি
  • সেবা ও সংগ্রহ
  • বিভিন্ন উন্নয়ন সহযোগী ও  সরকারি দপ্তরের সহিত কাজের সমন্বয় সাধন ইত্যাদি

পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ:

  • মাঠ প্রশাসন ও বিদ্যালয়ের কার্যক্রম মনিটরিং
  • বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম মনিটরিংও মূল্যায়ণ
  • বার্ষিক প্রাথমিক বিদ্যালয়জরিপ, শিশু জরিপ সম্পাদন এবং এতদসংক্রান্ত তথ্য সংরক্ষণও রিপোর্ট প্রণয়ন
  • National Students  Assessment প্রতিবেদন প্রকাশ ও অবহিতকরণ
  • বিভিন্ন উন্নয়ন সহযোগী ও  সরকারি দপ্তরের সাথে কাজের সমন্বয় সাধন ইত্যাদি

প্রোগ্রাম বিভাগ:

  • কর্মসূচির বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন
  • অর্থ বরাদ্দসহ কর্ম পরিকল্পনা প্রণয়ন
  • বিভিন্ন কর্মসূচির অগ্রগতি মনিটরিং
  • বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বিভিন্ন সরকারি দপ্তরের সাথে কাজের সমন্বয় সাধন

আইএমডি বিভাগ:

  • মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় অফিস পর্যন্ত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সকল তথ্য ( ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ভিত্তিক বিদ্যালয়, ছাত্র-ছাত্রী, শিক্ষক ইত্যাদি সংক্রান্ত যাবতীয় তথ্য),
  • বার্ষিক বিদ্যালয় জরিপ সংক্রান্ত তথ্য,
  • কর্মকর্তা-কর্মচারী সংক্রান্ত তথ্য,
  • প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল প্রস্তুত এবং এতদসংক্রান্ত তথ্য সংরক্ষণ,
  • অধিদপ্তরের সকল প্রকার ডাটা সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়ারকরণ,
  • বিদ্যালয় থেকে অধিদপ্তর পর্যন্ত ইন্টারনেট সংক্রান্ত সকল ব্যবস্থাপনা ইত্যাদি।
 
 

১.৫ একনজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, প্রাথিমিক শিক্ষা

ইংরেজি

Divisional Deputy Director, Primary Education

সংক্ষিপ্ত

DD, Primary

অফিস সংখ্যা

7

অফিস প্রধানের পদবি

উপ-পরিচালক

জনবল

১৫ জন

১.৭ একনজরে জেলা অফিস

 

নাম

বাংলা

জেলা প্রাথমিক শিক্ষা অফিস

ইংরেজি

District Primary Education Office

সংক্ষিপ্ত

DPEO

অফিস সংখ্যা

64

অফিস প্রধানের পদবি

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

জনবল

১২

১.৯ একনজরে পিটিআই

 

নাম

বাংলা

cÖvBgvরি wUPvi †Uªwbs Bন্সটিwUDU

ইংরেজি

Primary Teacher Training Institute

সংক্ষিপ্ত

wcwUAvB

অফিস সংখ্যা

৬৭

অফিস প্রধানের পদবি

wcwUAvB  mycvwib‡U‡Û›U

জনবল

২৫-৩০ জন (ইন্সট্রাক্টর এর সংখ্যা অনুযায়ী)

১.১১ এক নজরে থানা/ উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা/থানা  শিক্ষা অফিস

ইংরেজি

Upazila/Thana  Education Office

সংক্ষিপ্ত

UEO/TEO

অফিস সংখ্যা

৫০৫

অফিস প্রধানের পদবি

উপজেলা/থানা শিক্ষা অফিসার

জনবল

১০-২০ জন (বিদ্যালয়ের সংখ্যার উপর ভিত্তি করে কম বেশি হয়)

 

২.১ বিদ্যমান নাগরিক সেবার তালিকা ( অধিদপ্তর/ বিভাগ/ জেলা/ উপজেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(অধিদপ্তর/ বিভাগ/ জেলা/ উপজেলা)

  1.  

শিক্ষক বদলি

অধিদপ্তর/ বিভাগ/ জেলা/ উপজেলা

  1.  

শিক্ষকদের পেনশন

উপজেলা/ থানা

  1.  

সকল শিশুর মাঝে বিনামূ্ল্যে পাঠ্যবই বিতরণ

উপজেলা/ থানা

  1.  

উপবৃত্তি প্রদান

উপজেলা/ থানা

  1.  

সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নাতি

উপজেলা/ থানা

  1.  

শিক্ষকদের বেতন

উপজেলা/ থানা

  1.  

বিদ্যালয় ভবন নির্মাণ

উপজেলা/ থানা

  1.  

ক্ষুদ্র-মেরামত ও সংস্কার

উপজেলা/ থানা

  1.  

বিদ্যালয়ের বিদ্যুৎ বিল/ ভূমি উন্নয়ন করা প্রদান

উপজেলা/ থানা

  1.  

শিক্ষকদের জিপিএফ লোন মঞ্জুরি

অধিদপ্তর/ বিভাগ/ জেলা/ উপজেলা

  1.  

উচ্চতর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান

উপজেলা/ থানা

  1.  

প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় আংশগ্রহণ

উপজেলা/ থানা

  1.  

প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা গ্রহণ

উপজেলা/ থানা

  1.  

বিভিন্ন প্রশিক্ষণ

উপজেলা/ থানা

  1.  

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

উপজেলা/ থানা

 

ক্রমিক

নং

সেবা প্রদানকারী অফিসের নাম

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষিপ্ত সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি / ট্যাক্স / আনুষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ  হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

 

১. উপজেলা শিক্ষা অফিস

 

২. জেলা প্রাথমিক শিক্ষা অফিস

 

৩. বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়

 

৪. অধিদপ্তর

 

 

শিক্ষক বদলি

ক্ষেত্রমতে:

 

. উপজেলা শিক্ষা অফিসার (একই উপজেলার মধ্যে)

 

. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (একই জেলার বিভিন্ন উপজেলার মধ্যে)

 

৩. বিভাগীয় উপ-পরিচারক (একই বিভাগের বিভিন্ন জেলার মধ্যে)

 

৪.  মহাপরিচালক     ( বিভিন্ন বিভাগের মধ্যে)

 

 

শিক্ষকবৃন্দ বদলির জন্য যে সকল ক্ষেত্রে আবেদন করেন: () একই উপজেলার/ থানার বিভিন্ন সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে () একই জেলার মধ্যে আন্ত: উপজেলার/ থানার বিভিন্ন সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে () একই বিভাগের বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং () ভিন্ন বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার ভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সে অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে বদলির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে দাখিল করতে হয় । শূণ্যপদ থাকা এবং বদলির নীতিমালা পূরণ সাপেক্ষে একই উপজেলার মধ্যে উপজেলা শিক্ষা অফিসার, জেলার ভিন্ন উপজেলার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, একই বিভাগের ভিন্ন জেলার ভিন্ন উপজেলায় বিভাগীয় উপ- পরিচারক এবং  ভিন্ন বিভাগের ক্ষেত্রে মহাপরিচালক বদলির আদেশ জারি করেন। তবে মহাপরিচালক ব্যতীত অন্যান্য সকল পর্যায়ে বদলির জন্য পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। বিভিন্ন পর্যায়ের শিক্ষক বদলির এ ক্ষমতা বিশেষ কারণে বা বিশেষ প্রজ্ঞাপন জারি করে পরিবর্তন করা হয়।

১. উপজেলার মধ্যে  ২-৩ দিন

 

২. জেলার মধ্যে ৫-৭ দিন

 

৩. বিভাগের মধ্যে ৮-১২ দিন

 

৪. এক বিভাগ হতে অন্য বিভাগে ১৪-২০ দিন

বিনামূল্যে

Teacher Transfer rule (Ammenmend)-2011

 

নীতিমালাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে (www.mopme.gov.bd) পাওয়া যাবে।

. উপজেলার ক্ষেত্রে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

 

. জেলার ক্ষেত্রে বিভাগীয় উপ-পরিচালক

 

. বিভাগের ক্ষেত্রে মহাপরিচালক

০২

১. উপজেলা শিক্ষা অফিস

 

২. জেলা প্রথমিক শিক্ষা অফিস

 

৩. উপজেলা/জেলা হিসাব রক্ষণ অফিস

শিক্ষকদের পেনশন

. উপজেলা শিক্ষা অফিসার (ইউইও)

 

. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও)

 

৩. উপজেলা/জেলা হিসাব রক্ষণ অফিসার

সংশ্লিষ্ট শিক্ষককে প্রয়োজনীয়  কাগজপত্র দাখিলের জন্য ১ মাস পূর্বে উপজেলা শিক্ষা অফিস  পত্র প্রেরণ করতে হয়। দাখিলকৃত কাগজপত্র শিক্ষা অফিসের সংশ্লিষ্ট অফিস সহকারী যাচাই করে উচ্চমান সহকারীর নিকট উপস্থাপন করেন, উচ্চমান সহকারী  উপজেলা শিক্ষা অফিসারের নিকট উপস্থাপন করেন। উপজেলা শিক্ষা অফিসার যাচাই করার পর স্বাক্ষর করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসেও একইভাবে বিভিন্ন পর্যায়ে যাচাই হয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পেনশন মঞ্জুর করে সংশ্লিষ্ট উপজেলা/ জেলা হিসাবরক্ষণ অফিসে মঞ্জুরি পত্র প্রেরণ করেন এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসসহ পেনশনারকেও কপি দেয়া হয়। পরবর্তীতে উপজেলা হিসাবরক্ষণ অফিস হতে বিল পাশ করে ব্যাংকে প্রেরণ করে পেনশন নিষ্পত্তি করা হয়।

আবেদনের পর থেকে ১৩- ১৫ দিন

 

বিনামূল্যে

. সরকারি কর্মচারী পেনশন নীতিমালা ১৯৭৪

. পেনশন সহজিকরণ আইন, ১৯৮৫

. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

 

২. মহাপরিচালক (বিশেষ ক্ষেত্রে)

০৩

উপজেলা শিক্ষা অফিস

সকল শিশুর মাঝে বিনামূ্ল্যে পাঠ্যবই বিতরণ

১.  উপজেলা শিক্ষা অফিসার

 

২.  সহকারী উপজেলা শিক্ষা অফিসার

উপজেলাতে বই প্রাপ্তির পূর্বে উপজেলা বই বিতরণ কমিটির সভা করা হয়। তারপর উপজেলা/ থানাতে সরাসরি প্রাপ্ত বই রেজিস্টারে এন্ট্রি দেয়া হয় এবং বিদ্যালয় থেকে প্রকৃত ছাত্র-ছাত্রী সংখ্যানুযায়ী প্রধান শিক্ষকদের দাখিলকৃত চাহিদামোতাবেক বই বিতরণের একটি সূচি তৈরি করে নোটিশ বোর্ডে টাংগিয়ে দেয়া হয় এবং প্রধান শিক্ষকদের অবহিত করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী প্রধান শিক্ষকদেরর নিকট বই বিতরণ করা হয় । প্রধান শিক্ষকগণ বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি) ও অন্যান্যদের উপস্থিতিতে শিক্ষার্থীদের/ অভিভাবকদের নিকট শিক্ষা বৎসরের ১ম কর্ম দিবসে বই বিতরণ করেন।

 

১২-১৫ দিন

 

(১৫-৩১ ডিসেম্বর এর মধ্যে বিদ্যালয়ে এবং শিক্ষা বৎসরের ১ম কর্মদিবসে শিশুদের মাঝে বিতরণ করতে হয়)

 বিনা মূল্যে

বই বিতরণ নীতিমালা মোতবেক

 

(প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম অনুসরণ করে পাঠদান করা হয় এমন প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শিশুকে (সকল শ্রেণির) সবগুলো নতুন বই সরবরাহ করা হয়।)

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

 

০৪

১. উপজেলা/থানা শিক্ষা অফিস

 

২. দায়িত্বপ্রাপ্ত ব্যাংক

 

৩. প্রাথমিক বিদ্যালয়

উপবৃত্তি প্রদান

১. উপজেলা নির্বাহী অফিসার

 

২. উপজেলা শিক্ষা অফিসার

 

৩. সংশ্লিষ্ট ব্যাংক

 

৪.  প্রধনি শিক্ষক

 

৫.  বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি)

প্রতি বছর মার্চ মাসে বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি) - এর সভার মাধ্যমে ১ম শ্রেণির জন্য সুবিধাভোগী পরিবার নির্বাচন করা হয় এবং অভিভাকদের সাধারণ সভার মাধ্যমে তা অবহিত করা হয়। প্রতি বছর সমাপণী পরীক্ষার পর ৫ম শ্রেণির সুবিধাভোগী শিশুর অভিভাবক উপবৃত্তির সুবিধাভোগির তালিকা থেকে বাদ যায় এবং ১ম শ্রেণির অভিভাবকগণ অন্তর্ভূক্ত হয়। সুবিধাভোগী ছাত্র-ছাত্রীদের ৮৫% উপস্থিতি এবং পরীক্ষায় পাশ নম্বর পাওয়ার উপর ভিত্তি করে শিক্ষকগণ নির্ধারিত ফরমেটে প্রত্যেক উপযুক্ত সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর নামে চাহিদা প্রণয়ন করে এসএমসি-এর সভাপতির স্বাক্ষরসহ উপজেলা শিক্ষা অফিসে দাখিল করেন। উপজেলা শিক্ষা অফিসার বিল প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর নিয়ে উপবৃত্তি বিতরণের জন্য নির্ধারিত ব্যাংকে প্রেরণ করেন। ব্যাংক ম্যানেজার উপজেলা শিক্ষা অফিসারের সাথে পরামর্শ করে উপবৃক্তি বিতরণের সূচি নির্ধারণ করেন এবং শিক্ষকদের মাধ্যমে অভিভবকদের অবহিত করেন। পরে ৩/৪ টি বিদ্যালয়ের সুবিধাভোগী অভিভাবকদের ( ছাত্র-ছাত্রীর মা ) উপস্থিতিতে ব্যাংকের প্রতিনিধি মাস্টার রোলের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।

বরাদ্দপত্রে উল্লিখিত সময়ের মধ্যে, সাধারণত প্রতি ৪র্থ মাসের প্রথম ১০ দিনের মধ্যে

বিনামূল্যে

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের নির্ধারিত নীতিমালা । অর্থা‍ৎ প্রতি মাসে এক সন্তানের জন্য ১০০ টাকা এবং একাধিক সন্তানের জন্য ১২৫ টাকা হারে অভিভাবককে দেয়া হয়।

১.  উপজেলা শিক্ষা অফিসার

২.  উপজেলা নির্বাহী অফিসার

0

১.  উপজেলা শিক্ষা অফিস

 

২.  জেলা প্রাথমিক শিক্ষা অফিস

সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নাতি

১. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

 

২. উপজেলা শিক্ষা অফিসার

 

৩ বছরের এসিআর সহ পদোন্নতির আবেদন উপজেলা শিক্ষা অফিসে দাখিল করতে হয়। উপজেলা শিক্ষা অফিসার জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত কোটা অনুযায়ী ( প্রধান শিক্ষকের বিদ্যমান শূন্যপদের ৬৫%) পদোন্নতির জন্য উপজেলা পদোন্নতি কমিটিতে উপস্থাপন করেন। কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদোন্নতির জন্য নির্বাচিতদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তালিকা অনুমোদন ও পদোন্নতির  আদেশ জারি করেন।

১২-১৫ দিন

(শূণ্যপদ থাকা সাপেক্ষে প্রতি ৩-৬ মাস পরপর পদোন্নতির কার্যক্রম গ্রহণ করা হয়)

বিনামূল্যে

পদোন্নতির নীতিমালা (বর্তমান নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষকের বিদ্যমান শূন্যপদের ৬৫% কোটায় পদোন্নতির বিধান রয়েছে)

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মহাপরিচালক

০৬

১.  উপজেলা শিক্ষা অফিস

 

২. উপজেলা/জেলা হিসাব রক্ষণ অফিস

শিক্ষকদের বেতন

১. উপজেলা শিক্ষা অফিসার

 

২.. উপজেলা হিসাব রক্ষণ অফিসার

প্রতি মাসের ১১ তারিখে সমন্বয় সভায় প্রধান শিক্ষকগণ নির্ধারিত ছকে সকল শিক্ষকের হাজিরা বিবরণী সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসারের নিকট দাখিল করেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট মাসে যে সকল শিক্ষক বেতন প্রাপ্ত হন তাঁদের ব্যাপারে একটি প্রতিবেদন উপজেলা শিক্ষা অফিসারের নিকট দাখিল করেন । উপজেলা শিক্ষা অফিসার যাচাই  করে বেতন প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট অফিস সহকারীকে নির্দেশনা দেন । বিল প্রস্তুতের পর উপজেলা শিক্ষা অফিসার স্বাক্ষর করেন এবং বিলটি  ট্রেজারি ব্যাংকে প্রেরণ করেন । ব্যাংক এনড্রোর্স করে উপজেলা হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করে । হিসাব রক্ষণ অফিসার বিল পাশ করার পর এ্যাডভাইস দিয়ে পুনরায় ব্যাংকে প্রেরণ করেন । ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষকদের বেতন তাঁদের নির্ধারিত হিসাব নম্বরে জমা করে ।

৮-১২ দিন

 

 

বিনামূল্যে

বিনা অনুমতিতে অনুপস্থিত না থাকলে প্রতি মাসে স্বাভাবিক ভাবে বেতন প্রাপ্য হন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

 

07

১. উপজেলা  শিক্ষা অফিস

 

২. উপজেলা প্রকৌশল অফিস

বিদ্যালয় ভবন নির্মাণ

১.  উপজেলা শিক্ষা অফিসার

 

. উপজেলা প্রকৌশলী (এলজিইডি)

প্রয়োজনীয চাহিদা  / বিদ্যালয়ের কমিটি  এর আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ/ সম্প্রসারণ এর জন্য উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রকৌশলী অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে এবং উপজেলা শিক্ষা কমিটিতে উপস্থাপন করা হয়। শিক্ষা কমিটির অনুমোদনের পর উপজেলা প্রকৌশলীর প্রাক্কলনসহ প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/ প্রধান কার্যালয় এলজিইডিতে প্রেরণ করা হয়। বিদ্যালয়ের নামে অর্থ বরাদ্দ হলে উপজেলা প্রকেৌশলী নির্ধারিত নিয়মে টেন্ডারের কার্যক্রম সম্পন্ন করে ঠিকাদারের মাধ্যমে বিদ্যালয় ভবন নির্মান কার্যক্রম সম্পন্ন করে থাকেন।

সাধারণত ৬-১২ মাস

(কাজের ধরন  এবং কার্যাদেশের শর্তানুযায়ী সময় নির্ধারণ করা হয়)

বিনামূল্যে

নির্দিষ্ট কোন আইন নাই।

 

তবে ছাত্র- ছাত্রীর তুলনায় বিদ্যালয়ের কক্ষের স্বল্পতা থাকলে বা বিদ্যালয় ভবন জরাজীর্ণ হয়ে পড়লে মাঠ সার্ভের মাধ্যমে অধিদপ্তরে নির্ধারিত ছকে তথ্য প্রেরণ করা হয়। অত:পর কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর এলজিইডি কর্তৃক বাস্তবায়িত হয়।

১.  উপজেলা শিক্ষা অফিসার

২. উপজেলা প্রকৌশলী (এলজিইডি)

৩. উপজেলা নির্বাহী অফিসার

০৮

১.  উপজেলা শিক্ষা অফিস

 

২.  উপজেলা প্রকৌশল অফিস

ক্ষুদ্র-মেরামত ও সংস্কার

২. উপজেলা শিক্ষা অফিসার

 

. উপজেলা প্রকৌশলী (এলজিইডি)

 

৩.  ম্যানেজমেন্ট কমিটি (বরাদ্দ ২ লক্ষ টাকার কম হলে)

বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হলে মেরামত/ সংস্কারের জন্য সরকারি নির্দেশনা/ বিদ্যালয়ের কমিটি উপজেলা শিক্ষা অফিসে আবেদন করে। উপজেলা শিক্ষা অফিসার এসএমসির আবেদন গুলো/ মাঠ সার্ভের মাধ্যমে প্রাপ্ত তালিকা শিক্ষা কমিটিতে উপস্থাপন করেন। শিক্ষা কমিটির সুপারিশের পর উপজেলা প্রকৌশলীর প্রাক্কলনসহ প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে/ এলজিইডিতে প্রেরণ করা হয়। বিদ্যালয়ের নামে অর্থ বরাদ্দ হলে উপজেলা প্রকেৌশলী নির্ধারিত নিয়মে টেন্ডারের কার্যক্রম সম্পন্ন করে ঠিকাদারের মাধ্যমে মেরামত করে থাকেন। বরাদ্দ ২ লাখ টাকার কম হলে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভা করে নিজেদের মাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন।

বরাদ্দ পত্রের শর্তানুযায়ী, ক্ষেত্রমতে   ১৫-৩০ দিন

বিনামূল্যে

সুনির্দিষ্ট কোন আইন নাই।

 

(প্রয়োজনের ভিত্তিতে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের চাহিদা এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে  কার্যক্রম গ্রহণ করা হয়)

১. উপজেলা শিক্ষা অফিসার

২.  উপজেলা প্রকৌশলী (এলজিইডি)

৩.  উপজেলা নির্বাহী অফিসার

০৯

উপজেলা শিক্ষা অফিস

বিদ্যালয়ের বিদ্যুৎ বিল/ভূমি উন্নয়ন কর প্রদান

উপজেলা শিক্ষা অফিসার

বিদ্যালয়ের বিদ্যুৎ বিলের কপি উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষক দাখিল করেন। বরাদ্দ সাপেক্ষে উপজেলা শিক্ষা অফিসার বিল প্রস্তুত করে উপজেলা হিসাব রক্ষণ অফিসের মাধ্যমে বিল পাশ করে বিদ্যালয়ের হিসাব নম্বরে টাকা জমা হয়। প্রধান শিক্ষক টাকা উত্তলোন করে বিল পরিশোধ করেন। অন্যদিকে বিদ্যালয়ের ভূমি উন্নয়ন করের ব্যাপারে উপজেলা ভূমি অফিস হতে বিদ্যালয় ভিত্তিক করের পরিমান জানানো হয়। সে মোতাবেক বরাদ্দ সাপেক্ষে এসি ল্যান্ডের নামে বিল করা হয় এবং উপজেলা হিসাব রক্ষণ অফিসের মাধ্যমে বিল পাশ হয়ে পরিশোধ হয়।

 ১-২ দিন

বিনামূল্যে

বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে হয় আর ভূমি উন্নয়ন করের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে হবে

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

১০

১. উপজেলা শিক্ষা অফিস

 

২. উপজেলা হিসাব রক্ষণ অফিস

শিক্ষকদের জিপিএফ লোন

১. উপজেলা শিক্ষা অফিসর

১. উপজেলা হিসাব রক্ষণ অফিসার

 

(কিস্তি এবং লোনের পরিমানের উপর ভিত্তি করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপ-পরিচালক)

উপজেলা হিসাব রক্ষণ অফিস হতে এ্যাকাউন্টস স্লিপসহ লোনের কারণ উল্লেখ করে স্বহস্তে লিখিত আবেদন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসারের নিকট দাখিল করতে হয়। উপজেলা শিক্ষা অফিসার প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট অফিস সহকারীর নিকট প্রেরণ করেন। অফিস সহকারী বিল প্রস্তুত করে দাখিল করলে উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরের পর উপজেলা হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করা হয়। উপজেলা হিসাব রক্ষণ অফিসে বিল পাশ হলে ব্যাংকে গিয়ে শিক্ষক টাকা উত্তোলন করেন। ১ম লোনের ক্ষেত্রে উপরের নিয়ম অনুসৃত হয়। ২য় লোন বা বয়স ৫২ বছর হলে অফেরত যোগ্য লোনের ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং ৩য় লোনের ক্ষেত্রে বা লোনের কিস্তি বেশি হলে বিভাগীয় উপ-পরিচালকের নিকট থেকে অনুমোদন নিয়ে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিল করে হিসাব রক্ষণ অফিসে বিল পাশ করতে হয়।

 

 

আবেদনের পর ক্ষেত্রমতে ১-৭দিন

বিনামূল্যে

জিপিএফ বিধিমালা, ১৯৭৯

১. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

২. বিভাগীয় উপ-পরিচালক

৩. মহাপরিচালক 

 

(যে কর্তৃপক্ষ লোন মঞ্জুর করবেন তার পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষ)

১১

উপজেলা শিক্ষা অফিস

এবং জেলা প্রাথমিক শিক্ষ  অফিস

উচ্চতর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি

১. উপজেলা শিক্ষা অফিসার

 

. জেলা প্রাথমিক শিক্ষ অফিসার

কর্মরত কোন শিক্ষক উচ্চত্তর ডিগ্রী অর্জনের নিমিত্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করে উপজেলা শিক্ষা অফিসে আবেদন দাখিল করেন। আবেদনের সাথে ভর্তির অনুমতি পত্র, প্রবেশপত্র, পরীক্ষার রুটিন, শিক্ষাগত যোগ্যতার সনদ ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসে দাখিল করতে হয় । সবকিছু যথাযথ থাকলে উপজেলা শিক্ষা অফিসার অনুমতির জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করেন । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যথাযথ মনে করলে অনুমতিপত্র জারি করেন।

আবেদনের পর ৩-দিন

বিনামূল্যে

সাধারণত: চাকুরি কমপক্ষে বছর হলে এবং বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা না থাকলে অথবা প্রশাসনিক কোন বিষয়াদি না থাকলে অনুমতি দেয়া হয়।

১. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  

২. মহাপরিচালক (বিএ/ এমএড প্রশিক্ষণের জন্য))

১২

১. উপজেলা শিক্ষা অফিস

২. প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা

১. উপজেলা শিক্ষা অফিসা

২. প্রধান শিক্ষক

এপ্রিল মাসে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম শ্রেণির শক্ষিার্থীর তালিকা সংগ্রহ করে ডিআর (ডসেক্রপেটিভ রোল) প্রস্তুত করা হয়। উপজেলা শিক্ষা কমিটি ইউনিয়ন ভিত্তিক পরীক্ষা কেন্দ্র নির্বাচন করে। উক্ত ডি আর কেন্দ্র ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা প্রাথমিক শিক্ষা অধদিপ্তরে (প্রাশিঅ) প্রেরণ করা হয়। নেপ (ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকশেন) প্রশ্নপত্র তৈরি করে প্রাথমিক শিক্ষা অধদিপ্তররের মাধ্যমে উপজেলায় প্রেরণ করা হয়। প্রেরণকৃত প্রশ্নপত্র নিরাপদ হেফাজতে  (জেলা প্রশাসকের অফিসে, থানায় অথবা ব্যাংকে) রাখা হয় এবং নির্ধারিত দিনে প্রশ্নপত্র একজন কর্মকর্তার মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। অতপর প্রতিটি কেন্দ্র থেকে উত্তরপত্র সমূহ উপজেলা শিক্ষা অফিসে আনা হয়। উপজেলা শিক্ষা অফিস  উত্তরপত্রসমূহ কোডিং করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস অন্য উপজেলার শিক্ষক দ্বারা উত্তরপত্র মূল্যায়ন করার পর ফলাফল প্রাশিঅ -এ প্রেরণ করেন। প্রাথমিক শিক্ষা অধদিপ্তর ২৫ ডসিম্বেররে মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে। 

 সাধারনত: নভেম্বর মাসের ৩য় সপ্তাহ থেকে পরীক্ষা আরম্ভ হয় এবং জানুয়ারি মাসের ১ম সপ্তাহে মার্কশিট অভিভাবকের হাতে পৌছেঁ

বর্তমানে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ৪০ টাকা করে ফি দিতে হয়

প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা, ২০১৩

এবং

অধিদপ্তর/  মন্ত্রণালয়  কর্তৃক সময়ে সময়ে জারি কৃত  আদেশ পরিপত্র অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হয়

উপজেলা শিক্ষা অফিসার

 

ক্ষেত্র বিশেষে উপজেলা নির্বাহী অফিসার/ মহাপরিচালক

১৩

১. উপজেলা শিক্ষা অফিস

২. জেলা প্রাথমিক শিক্ষ  অফিস

৩. পিটিআই

৪. বিভাগীয় উপ-পরিচালক

৫. মহাপরিচালক

বিভিন্ন প্রশিক্ষণের অনুমতি প্রদান    (সি-ইন-এড, বিএড, এমএড)

১. উপজেলা শিক্ষা অফিসার

২. জেলা প্রাথমিক শিক্ষ  অফিসার

৩. পিটিআই সুপার

৪. বিভাগীয় উপ- পরিচালক

৫. মহাপরিচালক

দেশের সরকারি পিটিআই গুলোতে বছরে ২বার সি-ইন-এড (সার্টিফিকেট ইন এডুকেশন) প্রশিক্ষণের জন্য শিক্ষকদের ভর্তি করা হয়। শিক্ষা বছর হলো জুলাই-জুন  এবং জানুয়ারি-ডিসেম্বর । প্রশিক্ষণ বিহীন শিক্ষক সংখ্যা অনুযায়ী উপজেলা ভিত্তিক প্রশিক্ষণার্থীর কোটা নির্ধারণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসারদের পত্র দেন। উপজেলা শিক্ষা অফিসার প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের জ্যেষ্ঠ্তার ভিত্তিতে প্রশিক্ষণে প্রেরণের জন্য শিক্ষকদের পত্র দেন। পিটিআই গুলোতে ১বছর মেয়াদি সি-ইন-এড কোর্স শেষ করলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর মাধ্যমে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হয়। একইভাবে বিএড, এমএড প্রশিক্ষনের জন্য বছরের নির্ধারিত সময়ে শিক্ষকগণ মহাপরিচালক বরাবর নির্ধারিত ফরমে আবেদন করে উপজেলা শিক্ষা অফিসে দাখিল করেন। উপজেলা শিক্ষা অফিসার আবেদনগুলো জেলা ও বিভাগীয় অফিসের  মাধ্যমে প্র্র্রথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্বাচিতদের নামের তালিকা উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসারের নিকট থেকে অনুমতির কপি সংগ্রহ করে শিক্ষকগণ নির্ধারিত বিএড/এমএড প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন।

-১০ দিন

সি-ইন-এড কোর্সে: ৯০০/- থেকে ৯৫০/-

 

বিএড/এমএড কোর্সে: প্রতিষ্ঠানের নির্ধারিত হারে  ফি

১. সি-ইন-এড প্রশিক্ষণ: প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে

২. এমএড/বিএড/ অন্যান্য: এমএড/বিএড/ অন্যান্য কোর্সের ক্ষেত্রে চাকুরির বয়স ৫ বছর হতে হয়।

 

   তাছাড়া শিক্ষককে উক্ত কোর্সে ভর্তির অনুমতি দেয়া হলে তাঁর নিজ বিদ্যালয়ের সুষ্ঠু পাঠদানের কোন ব্যাঘাত হবে কী না বিষয়টির প্রতি গুরুত্ব দেয়া হয়।

১. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

২. মহাপরিচালক

১৪

উপজেলা শিক্ষা অফিস

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

. উপজেলা শিক্ষা অফিসার (ইউইও),

. সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এইউইও)

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে/ অনুমোদন    সাপেক্ষে প্রস্তুতকৃত পরিদর্শন সুচি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। পরিদর্শন কখনো আকস্মিক আবার কখনো পূর্বে অবহিত করে করা হয়।  প্রতিমাসে ইউইও ৫টি এবং এইউইওগণ ১০ টি করে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট প্রেরণ করেন।

পুরো কার্যক্রম শেষ হতে ১৬ দিন লাগে তবে পরিদর্শন করে রিপোর্ট দেয়া পর্যন্ত  ১-৩ দিন

বিনামূল্যে

বিদ্যালয় পরিদর্শন নির্দেশনা মোতাবেক

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার