beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ সেপ্টেম্বর ২০১৪

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

১.১ এক নজরে এলজিইডি

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

ইংরেজি

Local Government Engineering Department

সংক্ষিপ্ত

LGED

অফিস প্রধানের পদবি

প্রধান প্রকৌশলী

নিয়ন্ত্রণকারী বিভাগ/মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

বিভাগীয় অফিস সংখ্যা

আঞ্চলিক অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

৩৭৩১

http://goo.gl/maps/uzssr

১৪

৬৪

৪৮৫

২১৭

(প্রধান কার্যলয়)

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

এলজিইডি ভবন, আগারগাঁও,

শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

 

www.lged.gov.bd

www.bangladesh.gov.bd

 

ফোন নং

+৮৮০--৯১২৮৪০৫

+৮৮০--৮১১৬৮১৭,

+৮৮০--৮১১৪৮০৪

ফ্যাক্স নং

+৮৮০--৯১১০৫১২

-মেইল

ce@lged.gov.bd

মোবাইল নং

+৮৮০১৭১১-৫৩১২১৫

১.২ এলজিইডি - পরিচিতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ও উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় পল্লী ও শহরাঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে কারিগরি সহায়তা প্রদান করে থাকে এবং এর মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশের ভারসাম্য সংরক্ষণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমাজের বিভিন্ন পর্যায়ের ভোক্তাগণকে সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নে উপকারভোগীদের কাছে সুফল পৌঁছে দেয়াই এলজিইডি’র মূলনীতি। এভাবেই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাস্তাবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি এলাকা ও স্তরের জনমানুষের, বিশেষ করে হত-দরিদ্রদের জীবন মান উন্নয়নে এবং নারীর ক্ষমতায়নে সুষ্পষ্ট অবদান রেখে দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে এলজিইডি পালন করে চলেছে। এতদ্ব্যতীত, শ্রম-ভিত্তিক (Labor-based) প্রযুক্তি প্রবর্তন করে এলজিইডি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্থানীয় উপকরণ ব্যবহার করে স্বল্পখরচে এবং মান-নিয়ন্ত্রণের মাধ্যমে অবকাঠামো নির্মাণ করে থাকে।

১.৩  এলজিইডি - অর্গানোগ্রাম

 

 ১.৪ এলজিইডি - কার্যপরিধি

•    পল্লী অবকাঠামো রক্ষণাবেক্ষণ
•    ইউনিয়ন, উপজেলা পরিষদ ও পৌরসভাকে কারিগরি সহায়তা প্রদান
•    পল্লী ও নগর অঞ্চলে ‍অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ
•    ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ
•    বিভিন্ন মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও পরিবীক্ষণ
•    ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা প্লানবুক, ম্যাপিং ও সড়ক এবং সামাজিক অবকাঠামোর ডাটাবেজ সংরক্ষণ
•    ডিজাইন ও অন্যান্য কারিগরি মডেল, ম্যানুয়াল ও স্পেসিফিকেশন প্রণয়ন
•    এলজিইডি’র কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি
•    জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিক দলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান
•    গ্রোথসেন্টার/ হাটবাজার উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ  ইত্যাদি।

১.৫ এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়

ইংরেজি

Office of the Additional Chief Engineer

সংক্ষিপ্ত

Addl CE office

অফিস সংখ্যা

অফিস প্রধানের পদবি

অতিরিক্ত প্রধান প্রকৌশলী

জনবল

১৪

 

১.৭  এক নজরে আঞ্চলিক অফিস

 

নাম

বাংলা

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়

ইংরেজি

Office of the Superintendent Engineer

সংক্ষিপ্ত

SE office

অফিস সংখ্যা

১৪

অফিস প্রধানের পদবি

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

জনবল

 

১.৯ এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

ইংরেজি

Office of the Executive Engineer

সংক্ষিপ্ত

Ex-En office

অফিস সংখ্যা

৬৪

অফিস প্রধানের পদবি

নির্বাহী প্রকৌশলী

জনবল

২২

 

১.১১ এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা প্রকৌশলীর দপ্তর

ইংরেজি

Office of the Upazila Engineer

সংক্ষিপ্ত

UE Office

অফিস সংখ্যা

৪৮৫

অফিস প্রধানের পদবি

উপজেলা প্রকৌশলী

জনবল

১৯

 


১.৬ বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম


 ১.৮   আঞ্চলিক অফিসের অর্গানোগ্রাম

১.১০  জেলা অফিসের অর্গানোগ্রাম

১.১২   উপজেলা অফিসের অর্গানোগ্রাম

 ২.১ নাগরিক-সেবার তালিকা (জেলা/ উপজেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(জেলা/ উপজেলা)

সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

জেলা/উপজেলা

উৎসে কর কর্তন প্রত্যয়ন পত্র

জেলা/উপজেলা

এলজিইডি’র উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে  তথ্য প্রদান

জেলা/উপজেলা

নির্মাণ কাজের যন্ত্রপাতি ও যানবাহন ভাড়া প্রদান

জেলা

মান নিয়ন্ত্রণ সংক্রান্ত ল্যাব টেস্ট সেবা

জেলা

 

২.২ নাগরিক-সেবার তথ্য সারণি

ক্রমিক

নং

অফিসের নাম

সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি/ট্যাক্স / আনুষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

উপজেলা প্রকৌশলীর অফিস

সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

উপজেলা প্রকৌশলী (জেলার ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী)

জেলা ও উপজেলার অন্তর্গত উন্নয়ন মুলক কাজ সমাপ্তির পর সংশ্লিষ্ট ঠিকাদারকে কৃত কাজের সনদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট উপজেলা/ জেলা অফিসে আবেদন করতে হয়। সংশ্লিষ্ট উপজেলা/জেলা অফিস যাচাই বাচাই করে সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদানের প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

১-৬ দিন

কোন ফি প্রদান করার প্রয়োজন নাই

PPR-2008

সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী  

০২

--

উৎসে কর কর্তন প্রত্যয়ন পত্র

--

ক্রয় কার্যক্রম সম্পন্ন করার পর ঠিকাদার কৃত কাজের উৎসে কর কর্তন  প্রত্যয়ন পত্র প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ক্রয়কারী অফিস এর নিকট আবেদন করেন। আবেদনটি সংশ্লিষ্ট অফিস কর্তৃক যাচাই-বাছাই এর পর তথ্য সঠিক থাকলে উৎসে কর কর্তনের প্রত্যয়ন পত্র প্রদান করা হয়।

১-৬ দিন

কোন ফি প্রদান করার প্রয়োজন নাই

অর্থ-মন্ত্রনালয় হতে জারিকৃত পরিপত্র

০৩

--

এলজিইডি’র উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে  তথ্য প্রদান

--

এলজিইডি’র উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে  তথ্য প্রাপ্তির জন্য কোন ব্যক্তি বা  প্রতিষ্ঠানের আবেদন করলে তথ্য অধিকার আইনের আওতায় পড়ে কী

কিনা তা যাচাই করা হয়। যাচাই অন্তে তথ্য প্রদান করার যোগ্য হলে তথ্য প্রদান করা হয়। আর তথ্য দেয়া সম্ভব না হলে আবেদনকারীকে তথ্য প্রদান না করার বিষয়টি অবহিত করা হয়।

৩-৯ দিন

তথ্য অধিকার আইনের আওতায় নির্ধারিত ফি

তথ্য অধিকার আইন, ২০০৯

০৪

নির্বাহী প্রকৌশলীর অফিস

নির্মাণ কাজের যন্ত্রপাতি ও যানবাহন ভাড়া প্রদান

নির্বাহী প্রকৌশলী

সরকারি/ বে-সরকারিসংস্থা বা  ব্যক্তি পর্যায়ের নির্মাণ কাজের জন্য যন্ত্রপাতি ও যানবাহন ভাড়ার নিমিত্তে নির্বাহী প্রকৌশলীর বরাবর আবেদন করতে হয়। নির্বাহী প্রকৌশলীর অফিস অথবা অধিনস্থ  অফিস কর্তৃক যাচাই-বাছাই করা হয়। যাচাই অন্তে নির্মান কাজের জন্য সরকারি যন্ত্রপাতি/ যানবাহন ভাড়ায় দেয়া হয় অথবা না দেয়ার বিষয়টি জানিয়ে দেয়া হয়।

 

৪-১০ দিন

 এলজিইডি নির্ধারিত পরিমান।

Approved Rate schedule

সংশ্লিষ্ট আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৫

নির্বাহী প্রকৌশলীর অফিস

মান নিয়ন্ত্রণ সংক্রান্ত ল্যাব টেস্ট সেবা

নির্বাহী প্রকৌশলী

জেলা ও উপজেলার অন্তর্গত উন্নয়ন মুলক কাজ প্রতিটি স্তর সমাপ্তির পর ঠিকাদার কৃত কাজের ল্যব টেস্ট করার  জন্য সংশ্লিষ্ট উপজেলা/জেলা অফিসে আবেদন করেন। অত:পর  সংশ্লিষ্ট অফিস কর্তৃক আবেদনের যথার্থতা যাচাই-বাছাই করা হয়। যাচাই অন্তে সংশ্লিষ্ট অফিস কর্তৃক প্রয়োজনীয় টেস্ট সম্পাদন পৃর্বক  সনদ প্রদানের প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

পরীক্ষা ভেদে ৪- ৪০ দিন

এলজিইডির Rate schedule মোতাবেক নির্ধারীত ফি

Approved Rate schedule

সংশ্লিষ্ট আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী