গণপূর্ত অধিদপ্তর
- প্রোফাইল
- পরিচিতি
- অর্গানোগ্রাম
- কার্যপরিধি
- অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
- অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
- নাগরিক-সেবার তালিকা
- নাগরিক-সেবার তথ্য সারণি
এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল
প্রতিষ্ঠানের নাম |
বাংলা |
গণপূর্ত অধিদপ্তর |
||||
ইংরেজি |
PUBLIC WORKS DEPARTMENT |
|||||
সংক্ষিপ্ত |
PWD (পিডব্লিউডি) |
|||||
অফিস প্রধানের পদবি |
প্রধান প্রকৌশলী |
নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় |
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় |
|||
অফিস কোড |
গুগল ম্যাপ কোড |
বিভাগীয় অফিস সংখ্যা |
আঞ্চলিক অফিস সংখ্যা |
জেলা অফিস সংখ্যা |
উপ-বিভাগীয় অফিস সংখ্যা |
জনবল |
৩৬ |
|
৮ |
১৯ |
৯৫ |
১৪১ |
৫০০ (প্রধান কার্যালয়) |
যোগাযোগের তথ্যাবলি |
ঠিকানা |
গণপূর্ত অধিদপ্তর, পুর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ www.bangladesh.gov.bd |
ফোন নং |
০২-৯৫৬২৭৯৫ |
||
ফ্যাক্স নং |
০২-৯৫৬২৯১৩ |
|||||
ই-মেইল |
||||||
মোবাইল নং |
01552-349561 |
পিডব্লিউডি - পরিচিতি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশের নির্মাণ শিল্পের পথিকৃত। প্রায় দুই শতাব্দির অধিক কাল যাবৎ গণপূর্ত অধিদপ্তর দেশের অবকাঠামো উন্নয়নে অত্যন্ত সফলভাবে অবদান রেখে আসছে। এ অধিদপ্তর সরকারের নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প ডিপজিট ওয়ার্ক হিসাবে বাস্তবায়ন করছে। স্থাপত্য অধিদপ্তরের স্থপতিগণসহ অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীদের (সিভিল, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল) সমন্বয়ে গণপূর্ত অধিদপ্তর নির্মাণ শিল্পে গুণগতমান ও পেশাদারিত্ব বজায় রেখেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনে স্থাপত্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর দেশ ও জাতি বিনির্মাণে ভূমিকা পালন করে আসছে। নির্মাণ কাজে/ প্রকল্পে উপযোগিতা ও দৃষ্টিনন্দনশৈলী, সঠিক প্রযুক্তি ও নির্মাণ সামগ্রীর ব্যবহার, যথাযথ মূল্য ও ব্যবহারকারীর চাহিদানুযায়ী যথাযথ বাস্তবায়ন ইত্যাদিকে গণপূর্ত অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। মান নিশ্চিতকরণের ব্যাপক কর্মসূচি, মান নিয়ন্ত্রণ ও কারিগরি অডিট ইত্যাদি গণপূর্ত অধিদপ্তরের ব্যাপক কর্মকান্ডের অন্তর্ভুক্ত। এ অধিদপ্তর নির্মান পদ্ধতির আধুনিকায়ন ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সার্বিকগুণাগুণ ব্যবস্থাপনা লক্ষ্য নির্ধারণ করে থাকে। সুস্পষ্ট মান/ আদর্শ,স্পেসিফিকেশন, দর-তফশিল, ডিজাইন, মূল্য নির্ধারণ পদ্ধতি, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও সকল কাজে সার্বিক জবাবদিহিতা ইত্যাদি বিষয় গণপূর্ত অধিদপ্তরের ঐতিহ্য সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখছে।
পিডব্লিউডি - অর্গানোগ্রাম
পিডব্লিউডি - কার্যপরিধি
- বিভিন্ন মন্ত্রণালয়/ অধিদপ্তর/ বিভাগ/ সংস্থার ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণ কাজ বাস্তবায়ন
- জাতীয় সংসদ ভবন, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, বাংলাদেশ সচিবালয়, কারাগার, মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহ, অগ্নি নির্বাপণ কেন্দ্রসহ দেশব্যাপী সরকারি আবাসিক ও দাপ্তরিক ভবনসমূহ মেরামত ও রক্ষণাবেক্ষণ
- ভবন নির্মাণের বিভিন্ন আইটেমের দর বিশ্লেষণ পূর্বক দর তফশিল প্রণয়ন
- জাতীয় স্মৃতিস্তম্ভসমূহ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ
- ‘Book of Specification’ ও ‘Code of Practice’ প্রস্তুতকরণ
- নির্মাণকাজের প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় ও সংগ্রহ
- সরকারি পার্ক ও উদ্যানসমূহ রক্ষণাবেক্ষণ
- নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ
- দেশব্যাপী গণপূর্ত অধিদপ্তর এর আওতাধীন সরকারি জমি সম্পর্কিত প্রতিবেদন প্রদান
- স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণ
- আবাসিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃতব্য ভবন সমূহের উপযুক্ত ভাড়া নির্ধারণ
- বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র তৈরি ও সরবরাহ ইত্যাদি।
এক নজরে বিভাগীয় অফিস
নাম |
বাংলা |
গণপূর্ত জোনঅফিস |
ইংরেজি |
PWD Zone Office |
|
সংক্ষিপ্ত |
Zone, PWD |
|
অফিস সংখ্যা |
৮ |
|
অফিস প্রধানের পদবি |
অতিরিক্ত প্রধান প্রকৌশলী |
|
জনবল |
১৬ জন |
এক নজরে আঞ্চলিক অফিস
নাম |
বাংলা |
গণপূর্ত সার্কেলঅফিস |
ইংরেজি |
PWD Circle Office |
|
সংক্ষিপ্ত |
Circle, PWD |
|
অফিস সংখ্যা |
১৯ |
|
অফিস প্রধানের পদবি |
তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
|
জনবল |
১৮ |
এক নজরে জেলা অফিস
নাম |
বাংলা |
নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, গণপূর্ত |
ইংরেজি |
Officeof the Executive Engineer, PWD |
|
সংক্ষিপ্ত |
Ex-En, PWD |
|
অফিস সংখ্যা |
৯৫ |
|
অফিস প্রধানের পদবি |
নির্বাহী প্রকৌশলী |
|
জনবল |
১৯ |
উপ-বিভাগীয় অফিস
নাম |
বাংলা |
উপ-বিভাগীয় কার্যালয়, পি ডব্লিউ ডি |
ইংরেজি |
Sub Division Office, PWD |
|
সংক্ষিপ্ত |
Sub Division, PWD |
|
অফিস সংখ্যা |
১৪১ |
|
অফিস প্রধানের পদবি |
উপ-বিভাগীয় প্রকৌশলী |
|
জনবল |
২৭ |
বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম
আঞ্চলিক অফিসের অর্গানোগ্রাম
জেলা অফিসের অর্গানোগ্রাম
উপ-বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম
বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (অধিদপ্তর/ জেলা পর্যায়)
ক্রমিক নং |
সেবার নাম |
সেবার পর্যায় (অধিদপ্তর/ বিভাগ/ অঞ্চল/ জেলা/ উপজেলা) |
১। |
বিভিন্ন সরকারি দপ্তর ও আবাসিক ভবনসমূহের দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণ |
উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় |
২। |
সরকারি আবাসিক ভবনের বসবাসকারীদের নিকট থেকে বাসা গ্রহণ ও প্রত্যয়নপত্র প্রদান |
নির্বাহী প্রকৌশলী/ উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় |
৩। |
সম্পাদিত পূর্ত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান |
নির্বাহী প্রকৌশলীর কার্যালয় |
৪। |
আবাসিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃতব্য ভবন সমূহের উপযুক্ত ভাড়া নির্ধারণ |
নির্বাহী প্রকৌশলীর কার্যালয় |
৫। |
বিভিন্ন মন্ত্রণালয়/ অধিদপ্তর/ সংস্থার ভবনের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন/ পরিবর্ধণ ও সম্প্রসারণ |
নির্বাহী প্রকৌশলীর কার্যালয় |
৬। |
প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাক্কলন প্রণয়ন |
নির্বাহী প্রকৌশলী/ উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় |
৭। |
ঠিকাদার/সরবরাহকারী নিবন্ধন ও নবায়ন |
তত্ত্বাবধায়ক প্রকৌশলী/ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় |
৮। |
সরকারি আবাসিক ভবনের বরাদ্দগ্রহীতাদের বাসা হস্তান্তর |
নির্বাহী প্রকৌশলীর কার্যালয় |
৯। |
জরিপ কাজ সম্পাদন |
নির্বাহী প্রকৌশলীর কার্যালয় |
১০। |
বিভিন্ন নির্মাণ সামগ্রী ও আইটেমের জন্য দর তফশিল প্রণয়ন |
অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় |
১১। |
প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নকশা প্রণয়ন ক। স্থাপত্য খ। অবকাঠামো গ। বৈদ্যুতিক |
ক। স্থাপত্য অধিদপ্তর খ। গণপূর্ত ডিজাইন বিভাগ গ। ই/এম পি এন্ড ডি বিভাগ |
নাগরিক সেবার তথ্য সারণি
সেবা প্রদানকারী অফিসের নাম : উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় / নির্বাহী প্রকৌশলীর কার্যালয়
ক্রমিক নং |
সেবার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী |
সেবা প্রদানের পদ্ধতি (সংক্ষেপে) |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ |
সংশ্লিষ্ট আইন /বিধি/ নীতিমালা |
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
---|---|---|---|---|---|---|
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
চ |
ছ |
০১ |
বিভিন্ন সরকারি দপ্তর ও আবাসিক ভবনসমূহের দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণ |
১. উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল/ ই/এম) ২. নির্বাহী প্রকৌশলী
|
উপ-বিভাগীয় প্রকৌশলী অথবা নির্বাহী প্রকৌশলীর নিকট আবেদন দাখিল করতে হয়। অত:পর সংশ্লিষ্ট অফিসের সহকারী প্রকৌশলী নির্দেশিত হয়ে যাচাই-বাছাই/ সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন প্রদান করেন। মেরামত করার উপযুক্ত হলে মালামাল সংগ্রহ করে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়। কাজ শেষে প্রতিবেদন দাখিল করা হয়। |
১-৭ দিন ; বিনামূল্যে
|
|
১. উপ-সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী ২. নির্বাহী প্রকৌশলীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০২ |
সরকারি আবাসিক ভবনের বসবাসকারীদের নিকট থেকে বাসা গ্রহণ ও প্রত্যয়নপত্র প্রদান |
১. উপ-বিভাগীয় প্রকৌশলী ২. নির্বাহী প্রকৌশলী |
সরকারি বাসায় বসবাসকারী কোন কর্মকর্তা/কর্মচারী বাসা ছাড়তে চাইলে সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী অথবা নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিতভাবে অবহিত করেন। উপ-বিভাগীয় প্রকৌশলী/ নির্বাহী প্রকৌশলীর নির্দেশে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী বাসাতে গিয়ে ইনভেন্টরি করে প্রতিবেদন দেন। সব ঠিক থাকলে নির্বাহী প্রকৌশলী/ উপ-বিভাগীয় প্রকৌশলী বাসা ছাড়ার জন্য ছাড়পত্র প্রদান করেন। |
১-৪ দিন; বিনামূল্যে
|
|
১. উপ-সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী ২. নির্বাহী প্রকৌশলীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০৩ |
সম্পাদিত পূর্ত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান |
নির্বাহী প্রকৌশলী |
সংশ্লিষ্ট ঠিকাদার উপ-বিভাগীয় প্রকৌশলী অথবা নির্বাহী প্রকৌশলীর নিকট আবেদন দাখিল করেন। অত:পর সংশ্লিষ্ট অফিসের সহকারী প্রকৌশলী নির্দেশিত হয়ে ঠিকাদারের কৃত কাজের/ অভিজ্ঞতার বিষয়টি যাচাই-বাছাই করে প্রতিবেদন প্রদান করেন। অত:পর উপ-বিভাগীয় প্রকৌশলী/ নির্বাহী প্রকৌশলী সনদ প্রদান করার সিদ্ধান্ত নেন অথবা আবেদনপত্র বাতিল/পুনঃআবেদন করার জন্য বলেন। |
১-৩ দিন ; বিনামূল্যে
|
বুক অব স্পেসিফিকেশন
|
১. উপ-সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী ২. নির্বাহী প্রকৌশলীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০৪ |
আবাসিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃতব্য ভবনসমূহের উপযুক্ত ভাড়া নির্ধারণ |
নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী |
নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন দাখিল করতে হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী/ সহকারী প্রকৌশলী নির্দেশিত হয়ে যাচাই-বাছাই ও সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেন। উপ-বিভাগীয় প্রকৌশলী কর্তৃক খসড়া ভাড়া নির্ধারণ করে নির্বাহী প্রকৌশলী বরাবর প্রেরণ করা হয়। নির্বাহী প্রকৌশলী কর্তৃক অনুমোদন/ সংশোধন ও গ্রাহককে অবহিত করা হয়। |
৭-১৪ দিন ; বিনামূল্যে
|
|
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০৫ |
বিভিন্ন মন্ত্রণালয়/ অধিদপ্তর/ সংস্থার ভবনের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন/ পরিবর্ধণ ও সম্প্রসারণ |
নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল/ ই/এম) |
ভবন নির্মান, পরিবর্ধন ও সম্প্রসারণের জন্য চাহিদাপত্র দাখিল করতে হয়। আবেদনপত্র যাচাই-বাছাই করে উপযুক্ত হলে নকশা প্রণয়ন এবং ডি পি পি তৈরি ও অনুমোদন করা হয়। তারপর ভবন নির্মাণের সামগ্রিক ব্যয় নিরূপণ/প্রাক্কলন প্রস্তুত করা হয়। পরবর্তীতে টেন্ডার আহ্বান, উম্মুক্তকরণ ও দরপত্র মূল্যায়ন এবং কার্যাদেশ প্রদান করা হয়। এভাবে সমগ্র কাজ সম্পন্ন হয়।
|
প্রকল্প ভেদে ৩ মাস থেকে ২ বছর বা তদুর্ধ্ব ; গণপূর্ত অধিদপ্তরের অনুমোদিত দর তফসিল মোতাবেক প্রাক্কলিত ব্যয়
|
|
১. উপ-সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী ২. নির্বাহী প্রকৌশলীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০৬ |
প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাক্কলন প্রণয়ন |
উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল/ ই/এম) |
প্রত্যাশী সংস্থা কর্তৃক চাহিদাপত্র দাখিল করলে চাহিদাপত্র যাচাই-বাছাইপূর্বক নকশা প্রণয়ন করা হয়। ভবন নির্মাণের সামগ্রিক ব্যয় নিরূপণ/প্রাক্কলন তৈরি করে প্রত্যাশী সংস্থাকে প্রদান করা হয়।
|
২-৭ দিন; বিনামূল্যে
|
গণপূর্ত বিভাগ কর্তৃক প্রণীত দর তফসিল, ২০১৪ |
সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী |
০৭ |
ঠিকাদার/সরবরাহকারী নিবন্ধন ও নবায়ন |
নির্বাহী প্রকৌশলী |
নির্বাহী প্রকৌশলী বরাবর লাইসেন্স ও অভিজ্ঞতা সনদসহ আবেদন দাখিল করতে হয়। আবেদনগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনবোধে পরিদর্শন করে নিবন্ধন প্রদান/ আবেদন বাতিল করে জানানো হয়। |
১-৪ সপ্তাহ ; ৫০০০ টাকা+ ১৫% VAT |
ডিপার্টমেন্ট কোড
|
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০৮ |
সরকারি আবাসিক ভবনের বরাদ্দগ্রহীতাদের বাসা হস্তান্তর |
উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী |
বরাদ্দপত্রসহ আবেদন দাখিল করলে যাচাই করে সংশ্লিষ্ট বাসার/ভবনের ইনভেন্ট্রি প্রস্তুত করে বাসা হস্তান্তর করা হয়। |
১-৩ দিন; বিনামূল্যে
|
|
সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী |
০৯ |
জরিপ কাজ সম্পাদন |
উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী |
প্রত্যাশী সংস্থা কর্তৃক চাহিদাপত্র দাখিল করতে হয়। যাচাই-বাছাই ও সরেজমিনে পরিদর্শন করে ভূমির পরিমাণ নির্ধারণসহ জরিপ কাজ সম্পাদন করা হয় এবং প্রতিবেদন তৈরি ও গ্রাহককে প্রদান করা হয়। |
২-৭ দিন বা তদুর্ধ ; বিনামূল্যে
|
|
সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী |
১০ |
বিভিন্ন নির্মাণসামগ্রী ও আইটেম এর জন্য দরতফসিল প্রণয়ন |
তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী (সিভিল/ই/এম) |
তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রধান করে কমিটি গঠন করা হয়। বাজারদর সংগ্রহ ও যাচাই করে দর বিশ্লেষণ করে স্পেসিফিকেশন প্রণয়ন করা হয়।
|
২-৩ মাস; বিনামূল্যে
|
|
সংশ্লিষ্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলী |
১১ |
প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নকশা প্রণয়ন ক। স্থ্যাপত্য খ।অবকাঠামো গ। বৈদ্যুতিক |
নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ক। গণপূর্ত ডিজাইন বিভাগ খ। ই/এম পিএন্ডডি বিভাগ এবং সহকারী স্থপতি/ সহকারী প্রধান স্থপতি গ। স্থাপত্য অধিদপ্তর
|
প্রত্যাশী সংস্থা কর্তৃক চাহিদাপত্র দাখিল করা হয়। যাচাই-বাছাই করার পর তথ্য উপাত্ত সংগ্রহ করে অবকাঠামো ও বৈদ্যুতিক নকশা প্রণয়ন করা হয়। অত:পর প্রস্তুতকৃত নকশা আবেদনকারীকে প্রদান করা হয়।
|
৩-৪সপ্তাহ বা তদুর্ধ ; বিনামূল্যে
|
|
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল/ইএম)/ উপ-প্রধান স্থপতি |