beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০১৪

খাদ্য অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

এক নজরে খাদ্য অধিদপ্তরের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

খাদ্য অধিদপ্তর

ইংরেজি

Directorate General of Food

সংক্ষিপ্ত

DGoF

অফিস প্রধানের পদবি

DG, Food

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

খাদ্য মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

 

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

জনবল

৪৮৩১

 

৬৪

৪৮২

১166

 

যোগাযোগের তথ্যবলি

 

ঠিকানা

খাদ্য অধিদপ্তর

১৬, আবদুল গণি রোড

ঢাকা-১০০০

www. dgfood.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

+৮৮০-২-৭১৭১৮৪৪

ফ্যাক্স নং

+880-2-9556067

ই-মেইল

info@dgfood.gov.bd

dg@dgfood.gov.bd

মোবাইল নং

+৮৮০১৮১৭৫২৬৯০২

খাদ্য অধিদপ্তর- পরিচিতি

বাংলার দুর্ভিক্ষ মোকাবেলায় প্রাদেশিক সরকার Bengal Rationing Order/1943 জারি করে এবং Bengal Civil Supplies Dept. প্রতিষ্ঠা করে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর Food and Civil Supplies Ministry হিসেবে নুতন একটি মন্ত্রণালয় আত্মপ্রকাশ করে এবং এর অধীনে খাদ্য অধিদপ্তর নামে একটি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়। উক্ত প্রতিষ্ঠানের প্রধান হিসাবে মহাপরিচালক দায়িত্ব পালন করেন। খাদ্য অধিদপ্তর ৭টি বিভাগ, ২টি অনুবিভাগ, ৭টি আঞ্চলিক দপ্তর, ৬৪টি জেলা দপ্তর ও ৪৮২ টি উপজেলা দপ্তরের মাধ্যমে সরকারের বিভিন্ন নীতি/সিদ্ধান্ত বাস্তবায়ন করে। খাদ্য বিভাগ মূলতঃ ‍উৎপাদক/কৃষকদের নায্যমূ্ল্য নিশ্চিতকরণ ও আপদকালীন মজুদ গড়ে তোলার লক্ষ্যে নির্ধারিত মূল্যে খাদ্যশস্য সংগ্রহ করে এবং স্বল্প মূল্যে দুঃস্থ জনগণের মধ্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করে।

 খাদ্য অধিদপ্তর - অর্গানোগ্রাম

 খাদ্য অধিদপ্তর - কার্যপরিধি

•    খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ

•    সরকারি নীতিমালা অনুযায়ী কৃষকের কাছ থেকে সরাসরি ধান, গম ও মিলারের কাছ থেকে চাল ক্রয় এবং  মূল্য পরিশোধ

•    খাদ্যশস্যের বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে ওএমএস/ ফেয়ার প্রাইস কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মাঝে চাল/গম বিক্রয়

•    বিভিন্ন ধরনের জরুরি ও অতি জরুরি গ্রাহকের নিকট খাদ্যশস্য বিক্রয়/ বিতরণ

•    কাবিখা, টিআর, জিআর, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি কর্মসূচিতে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুকূলে ডিও ইস্যু ও খাদ্যশস্য সরবরাহ

•    আটাচাক্কি ও খাদ্যশস্যের খুচরা ব্যবসায়ীকে লাইসেন্স প্রদান ও নবায়ন এবং তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ

•    কৃষকের কাছ থেকে ক্রয় করা ধান থেকে স্থানীয় মিলারদের মাধ্যমে চাল উৎপাদন

•    গুদামে সংরক্ষিত খাদ্যশস্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধান

•    বিভিন্ন চ্যানেলে বিক্রয়/ সরবরাহকৃত খাদ্যশস্য ও মূল্যের হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ

•    বরাদ্দকৃত খাদ্যসামগ্রীর মূল্য চালানের মাধ্যমে আদায় নিশ্চিতকরণ

•    ডিলার কর্তৃক ফেয়ার প্রাইস কার্ড বা মাস্টাররোলের মাধ্যমে খাদ্যসামগ্রী বিক্রয় তদারকি ও নিশ্চিতকরণ

•    স্থানীয় গুদামে সংগৃহিত খাদ্যশস্য প্রয়োজনবোধে অন্যত্র স্থানান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জ্ঞাত করান এবং প্রচেষ্টা চালান

•    গুদামে মজুদের পরিমান লক্ষ্য রাখা এবং প্রয়োজনে মজুদ বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মত জানানো এবং ব্যবস্থা গ্রহণ

•    বিভিন্ন ধরনের রিপোর্ট-রিটার্ন  দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ ইত্যাদি।

এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়

ইংরেজি

Office of the Regional Controller of Food

সংক্ষিপ্ত

RCF, Office

অফিস সংখ্যা

অফিস প্রধানের পদবি

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক

জনবল

3৪

 

এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস

ইংরেজি

Office of the District Controller of Food

সংক্ষিপ্ত

DCF Office

অফিস সংখ্যা

64

অফিস প্রধানের পদবি

District Controller of Food.

জনবল

16

 


এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস

ইংরেজি

Office of the Upazila Controller of Food

সংক্ষিপ্ত

UCF Office

অফিস সংখ্যা

482

অফিস প্রধানের পদবি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

জনবল

৪ হতে ১৬ জন (উপজেলা ভেদে)

 


 বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম


 জেলা অফিসের অর্গানোগ্রাম


 উপজেলা অফিসের অর্গানোগ্রাম

 বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (মহানগর/ জেলা/ উপজেলা/ ইউনিয়ন পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার ধরণ

সেবার পর্যায়

(মহানগর/ জেলা/ উপজেলা/ ইউনিয়ন)

১।

খাদ্য শস্য সংগ্রহ

সংগ্রহ

উপজেলা/ জেলা

২।

লাইসেন্স ইস্যু, নবায়ন সংক্রান্ত

লাইসেন্স প্রদান

উপজেলা/ জেলা/ মহানগর

৩।

ফেয়ার প্রাইস (নায্যমূল্য)

সরবরাহ

ইউনিয়ন/ উপজেলা/ জেলা/মহানগর

৪।

ওএমএস

সরবরাহ

উপজেলা/ জেলা/ বিভাগ/ মহানগর

 

২.২ নাগরিক-সেবার তথ্য সারণি

ক্রমিক

নং

সেবা প্রদানকারী অফিসের নাম

              সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি/ ট্যাক্স / আনুষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস

খাদ্য শস্য সংগ্রহ

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তা

কৃষক তার উৎপাদিত ধান/ গম গুদামে বিক্রির জন্য নিয়ে আসলে গুদাম কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওজন ও মান সম্পর্কে নিশ্চিত হয়ে মূল্য পরিশোধের নিমিত্তে wqsc ( Weight, Quality, Stock Certificate, ওজন ,মান ও মজুদ সার্টিফিকেট) ইস্যু করেন। কৃষক স্থানীয় পেয়িং ব্যাংক হতে wqsc জমা দিয়ে সরাসরি নগদ মূল্য গ্রহণ করেন। একইভাবে মিলার চাল সরবরাহে আগ্রহ প্রকাশ করে আবেদন করলে তার মিলের ক্যাপাসিটি অনুসারে বরাদ্দ দেয়া হয়। নিধার্রিত  সময়ের মধ্যে চাল সরবরাহ করলে একইভাবে মূল্য পরিশোধ করা হয়।

০১ থেকে ০২ দিন

ধান/গমের ক্ষেত্রে খরচবিহীন।

 

তবে চাল ক্রয়ের ক্ষেত্রে চুক্তি সম্পাদনের জন্য ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প

খাদ্য শস্য (ধান, চাল, গম) সংগ্রহ নীতিমালা ২০১০ এর শর্তানুসারে –

  • ধান ও গমের ক্ষেত্রে কৃষক হিসাবে কৃষি বিভাগের প্রত্যয়ন
  • চালের ক্ষেত্রে লাইসেন্সধারী চুক্তিবদ্ধ মিলার
  • ধান, চাল ও গমের মান সরকারি নির্দেশনা মোতাবেক

জেলা খাদ্য নিয়ন্ত্রক / আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক

০২

--

লাইসেন্স ইস্যু

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

ব্যবসায়ীর নিকট থেকে আবেদনপত্র পাওয়ার পর খাদ্য পরিদর্শক  ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন/ যাচাই করে সঠিক তথ্য পাওয়া সাপেক্ষে এবং চালানের মাধ্যমে টাকা জমা দেয়ার পর লাইসেন্স প্রদান করা হয়।

০৪-০৫ দিন

লাইসেন্স ফি-

খুচরা পর্যায়ে= ১,০০০/-টাকা; 

পাইকারী পর্যায়ে=৫,০০০/- টাকা

এস.আর.ও নং-১১২-আইন/ ২০১১

জেলা খাদ্য নিয়ন্ত্রক

০৩

--

ফেয়ার প্রাইস

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

 

একটি উপজেলা/ থানার সকল বিভাগের সরকারি ও আধা সরকারি কর্মচারীগণ এ সেবা পেয়ে থাকে। প্রথমে সকল কর্মচারীদের তালকা করে উপজেলা কমিটিতে সুবিধাভোগী নির্বাচন করা হয়। উপজেলা খাদ্য অফিস সুবিধাভোগীদের নামে ফেয়ার প্রাইস কার্ড তৈরি করে সরবরাহ করে। অত:পর নিয়োগকৃত ডিলারকে ডিও ইস্যুর মাধ্যমে চালানে জমাকৃত টাকার বিপরীতে খাদ্যশস্য প্রদান করা হয়। ডিলার  নির্দিষ্ট স্থানে ও দরে উপজেলা কমিটির অনুমোদিত তালিকা অনুযায়ী জনগণের মাঝে খাদ্যশস্য বিক্রয় /বিতরণ করেন।

সেবা গ্রহণকারী ডিলারের বিক্রয় কেন্দ্রে পৌঁছার পর ১ থেকে ২ ঘন্টা

সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত মূল্যে বিতরণ

ফেয়ার প্রাইস নীতিমালা/২০১০ (সংশোধিত)

জেলা খাদ্য নিয়ন্ত্রক

০৪

-

ওএমএস

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

 

নিয়োগকৃত ডিলারকে ডিও ইস্যুর মাধ্যমে চালানে জমাকৃত টাকার বিপরীতে খাদ্যশস্য প্রদান করা হয় এবং খাদ্য শস্যের বিক্রিদর ও বিক্রির নীতিমালা অবহিত করা হয়। ডিলার নির্দিষ্ট স্থানে ও দরে মাষ্টার রোলের মাধ্যমে নিম্ন আয়ের জনগণের মাঝে খাদ্যশস্য বিক্রয় /বিতরণ করে থাকেন

সেবা গ্রহণকারী ডিলারের বিক্রয় কেন্দ্রে পৌঁছার পর ১ থেকে ২ ঘন্টা

সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত মূল্যে বিতরণ

ওএমএস নীতিমালা- ২০১২

উপজেলা/জেলা খাদ্য নিয়ন্ত্রক