beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৪

ইসলামিক ফাউন্ডেশন

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

 এক নজরে ইসলামিক ফাউন্ডেশনের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ

ইংরেজি

Islamic Foundation, Bangladesh

সংক্ষিপ্ত

IFB

অফিস প্রধানের পদবি

মহাপরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

০৪

৬৪

--

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

 

ইসলামিক ফাউন্ডেশন

আগারগাও, শেরেবাংলা নগর,

ঢাকা-১২০৭

www.islamicfoundation.org.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

+৮৮-০২-৮১৮১৫১৬

ফ্যাক্স নং

+৮৮-০২-৯১৪৪২৩৫

ই-মেইল

dg_if@yahoo.com

মোবাইল নং

০১৭১১৫৪৭০২৮

ইসলামিক ফাউন্ডেশন-পরিচিতি

ইসলামি মূল্যবোধের প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশ বলে “ইসলামিক ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেন। ২৮ মার্চ ১৯৭৫ সালে “ইসলামিক ফাউন্ডেশন এ্যাক্ট” প্রণীত হয়। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান। দীর্ঘদিন থেকে এদেশে ইসলামি আর্দশ ও মূল্যবোধের লালন ও চর্চা হয়ে আসছে। ইসলামের এই সমুন্নত আর্দশ ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।   

 ইসলামিক ফাউন্ডেশন - অর্গানোগ্রাম

ইসলামিক ফাউন্ডেশন- কার্যপরিধি

•    ইসলামের প্রচার, ইসলামি মূল্যবোধের লালন ও চর্চাকে বেগবান করতে ইসলামি প্রকাশনা, গবেষণা, অনুবাদ, পুস্তক প্রকাশনা ও বিতরণ
•    ইসলামের ইতিহাস, আইন, সংস্কৃতি, দর্শন ও বিচার ব্যবস্থা সম্পর্কে বক্তৃতা, সিম্পোজিয়াম, সেমিনার ও বিতর্ক আয়োজন করা
•    মসজিদ ইসলামি কেন্দ্র ও ইন্সটিটিউট প্রতিষ্ঠা ও পরিচালনা
•    আর্তমানবতার সেবায় চিকিৎসা সেবা প্রদান
•    দরিদ্র জনগোষ্ঠীর  জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা
•    দুঃস্থ ইমাম ও মুয়াজ্জিনদেরকে আর্থিক সহায়তা প্রদান ও সুদমুক্ত ঋণ প্রদান
•    মসজিদে পাঠাগার স্থাপন
•    ০৪-০৬ বছরের শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান
•    যাকাত সংগ্রহ এবং যোগ্য যাকাত গ্রহীতাকে যাকাত প্রদান
•    যাকাতের অর্থে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ
•    দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ইমামদের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রশিক্ষণ প্রদান
•    হালাল সনদপত্র প্রদান
•    পাঠকদের ইসলামি বিষয়ের জ্ঞান অর্জনের সুবিধার্থে ইসলামিক লাইব্রেরি পরিচালনা
•    ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনা ও সরকারি প্রকাশনা কাজের জন্য প্রেস পরিচালনা ইত্যাদি।

এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়

ইংরেজি

Islamic Foundation, Division Office

সংক্ষিপ্ত

IF Division Office

অফিস সংখ্যা

০৪

অফিস প্রধানের পদবি

পরিচালক

জনবল

১৪ জন

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়

ইংরেজি

Islamic Foundation, District Office

সংক্ষিপ্ত

ইফা, জেলা কার্যালয়

অফিস সংখ্যা

৬৪

অফিস প্রধানের পদবি

উপ-পরিচালক

জনবল

১০ জন

 

বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম

 

জেলা অফিসের অর্গানোগ্রাম

 

বিদ্যমান নাগরিক সেবার তালিকা ( জেলা / উপজেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

১।

ইমাম প্রশিক্ষণ কার্যক্রম

জেলা কার্যালয়

২।

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম

জেলা, উপজেলা

৩।

ইমাম মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্ট ঋণ/আর্থিক সহায়তা

জেলা

৪।

যাকাত সংগ্রহ ও বিতরণ

জেলা, উপজেলা, ইউনিয়ন

৫।

মসজিদ পাঠাগার স্থাপন ও পরিচালনা

জেলা, উপজেলা

৬।

সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

ইসলামিক মিশন কেন্দ্র

৭।

ইসলামিক মিশনের মাধ্যমে মক্তব শিক্ষা কার্যক্রম

উপজেলা, ইউনিয়ন

নাগরিক- সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম: ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়

ক্রমিক নং      

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষিপ্ত সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন / বিধি-বিধান/  নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ  হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

ইমাম প্রশিক্ষণ কার্যক্রম

ঊপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি

দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করার পর ইমাম সাহেবগণ জেলা কার্যালয়ের উপ-পরিচালকদের বরাবরে আবেদনপত্র পেশ করেন। এই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হয়। নির্ধারিত তারিখে  তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে যারা মনোনীত হন তাঁদের একটি তালিকা নির্ধারিত ইমাম প্রশিক্ষণ একাডেমি কেন্দ্রে প্রেরণ করা হয়। এখানে ইমামদের পুনরায় চূড়ান্তভাবে যাচাই করা হয়। মনোনীত ইমামদের প্রশিক্ষণের জন্য তালিকা প্রকাশ করা হয় এবং অমনোনীতদেরকে অবহিত করা হয়।  ইমাম সাহেবগণ ৪৫ দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদপত্র প্রদান করে  প্রশিক্ষণ সমাপ্ত করা হয়।

৪৫ দিন;  বিনামূল্যে

ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫

 

পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি

০২

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম

উপ-পরিচালক, জেলা কার্যালয়, ফিল্ড অফিসার

প্রতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি শিক্ষক ও কেন্দ্র বাছাই করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই বাছাইয়ের পর একটি তালিকা প্রণয়ন করা হয়। শিক্ষক নির্বাচন করার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। অত:পর তালিকা চূড়ান্ত করে অনুমোদিত তালিকা অনুসারে শিক্ষক নিয়োগ করা হয় এবং কেন্দ্র চূড়ান্ত করা হয়।  ফিল্ড সুপারভাইজার  প্রতিটি কেন্দ্রে একটি কমিটি গঠন করে দেন। উক্ত কমিটি মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন।

২ মাস ১৬ দিন;  বিনামূল্যে

১। শিক্ষক-কে এসএসসি সমমানের যোগ্যতা থাকতে হবে।

২। কেন্দ্র শিক্ষার্থীদের  বয়স ৬ এর নীচে হতে হবে।

৩। শিক্ষকের বয়স ১৮-৬৫ বছরেরমধ্যে হতে হবে।

৪। শিক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত করা ও পড়াশুনার পরিবেশ থাকতে হবে।

পরিচালক মসজিদ  ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম-উপ-পরিচালক , জেলা কার্যালয়

 

ইমাম মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্ট থেকে ঋণ/আর্থিক সহায়তা

উপ-পরিচালক, জেলা কার্যালয়, হিসাব রক্ষক

 

ট্রাস্টের আওতায় ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করার জন্য নির্ধারিত কোটা দিয়ে প্রধান কার্যালয় থেকে জেলা কার্যালয়ে  পত্র প্রেরণ করার পর জেলা অফিস আবেদনপত্র আহ্বান ও  যাচাই বাছাই করা হয়। বাছাইকৃত আবেদনপত্রগুলো কমিটির নিকট উপস্থাপন করার পর চূড়ান্ত অনুমোদনের পর প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়। প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর গ্রাহকদেরকে ঋণ প্রদান করা হয়। কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা গ্রহণে ব্যর্থ হয় তবে তাকে পুনরায় পত্র দেওয়া হয় এবং ঋণ বিতরণ শেষ করা হয়।

 

 

২৫ দিন;  

১। কল্যাণ ট্রাস্টের সদস্য

২। মাসিক নিয়মিত চাঁদা প্রদান

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট

অধ্যাদেশ ২০০১

পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি

০৪

যাকাত সংগ্রহ ও বিতরণ

উপ-পরিচালক, জেলা কার্যালয়

যাকাত সংগ্রহ:  যাকাত ফান্ড প্রধান কার্যালয় থেকে জেলা যাকাত কমিটির সভাপতি বরাবরে পত্র প্রেরণ করা হয়। জেলা যাকাত কমিটির সদস্য সচিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার জেলার  ধনী ব্যক্তিদেরকে যাকাত প্রদানের জন্য প্রধান কার্যালয় থেকে প্রেরিত পত্রের বিষয়টি অবহিত ও উদ্বুদ্ধ করেন। উক্ত ব্যাক্তিগণ পরবর্তীতে যাকাতের টাকা সরাসরি ব্যাংকে টাকা জমা প্রদান করে থাকেন।

যাকাত বিতরণ:

যাকাত গ্রহীতাদের আবেদনপত্র যাচাই-বাছাই করার জন্য তালিকা তৈরি করে কমিটির সভায় উপস্থাপন করা হয়। কমিটি  যাচাই-বাছাই করে যোগ্য   ব্যক্তিদেরকে নির্বাচন  করে   যাকাত বিতরণ কার্যক্রম সম্পন্ন করে থাকে।

৩ মাস;  বিনামূল্যে

যাকাত ফান্ড অধ্যাদেশ, ১৯৮২

পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন

 

 

০৫

মসজিদ পাঠাগার স্থাপন ও পরিচালনা

উপ-পরিচালক, জেলা কার্যালয়

প্রতি বছর ডিসেম্বর মাসে মসজিদ পাঠাগার স্থাপন করার জন্য মসজিদ কমিটির কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়। প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাচাই-বাছাই সম্পন্ন হলে  চূড়ান্ত তালিকা প্রস্তুত করে মার্চ মাসের মধ্যে সংশ্লিষ্ট  পরিচালকের দপ্তরে প্রেরণ করা হয়। এখানে মসজিদ পাঠাগারসমূহের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয় এবং এই পাঠাগার সমূহের জন্য পুস্তক অনুমোদন দেয়া হয়। অনুমোদিত পাঠাগারের তালিকা ও অনুমোদিত পুস্তকসমূহ প্রধান কার্যালয় থেকে জেলা অফিসে প্রেরণ করা হয়। অতঃপর  জেলা অফিস থেকে সংশ্লিষ্ট মসজিদ পাঠাগার কমিটির নিকট পুস্তক গ্রহণ করার জন্য পত্র প্রেরণ করা হয়। নির্ধারিত তারিখে এসে মসজিদ কমিটি পুস্তক গ্রহণ করবে। কোন কমিটি নির্ধারিত সময়ে পুস্তক গ্রহণ না করলে জেলা অফিস   থেকে পুনরায় পত্র প্রেরণ করা হবে। তারপরেও মসজিদ কমিটি পুস্তক গ্রহণ না করলে তাঁদের আবেদন বাতিল করা হয়।

৪ মাস (পাঠাগার স্থাপন কার্যক্রম শুরু হয়  প্রতি বছর ডিসেম্বর মাসে) ;  বিনামূল্যে

১.নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হয়

২.প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে পাঠাগার স্থাপন করা হয়

পরিচালক,       

মসজিদ পাঠাগার,

ইসলামিক ফাউন্ডেশন

০৬     

সেলাই প্রশিক্ষণ মেশিন  বিতরণ

সিনিয়র মেডিক্যাল অফিসার, ইসলামিক মিশন কেন্দ্র

স্থানীয়ভাবে আগ্রহী ব্যাক্তিদের থেকে দরখাস্ত আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদনপত্রগুলো প্রাথমিক যাচাই-বাছাই সপম্ন্ন করা হয়। অতপরঃ কমিটির মাধ্যমে  আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। চূড়ান্তভাবে নিবাচিতদেরকে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত  হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে সনদপত্র প্রদান ও একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

দাপ্তরিক কার্যক্রম- ৪০-৪৫ দিন

(প্রশিক্ষণ সময়-৩ মাস);  বিনামূল্যে

যাকাত ফান্ড, অধ্যাদেশ ১৯৮২

পরিচালক, ইসলামিক মিশন

০৭

ইসলামিক মিশনের মক্তব শিক্ষা কার্যক্রম

সিনিয়র মেডিক্যাল  অফিসার, ইসলামিক মিশন কেন্দ্র

শিক্ষক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি  প্রকাশ করার পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করে কমিটির মাধ্যমে আবেদনপত্র যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচন সম্পন্ন  করে  মনোনীত শিক্ষককে নিয়োগপত্র প্রদান করা হয় ও সংশ্লিষ্ট মক্তবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

 দাপ্তরিক কার্যক্রম- ৩০ দিন ; বিনামূল্যে

ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫

পরিচালক, ইসলামিক মিশন বিভাগ