beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুলাই ২০১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

১.১ এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ইংরেজি

Department of Narcotics Control

সংক্ষিপ্ত

DNC

অফিস প্রধানের পদবি

মহাপরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

আঞ্চলিক অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

সার্কেল অফিস সংখ্যা

জনবল

০৪

 

০৪

তেইশ জেলায় ২৩টি , এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২টি এবং চারটি বিভাগীয় শহরে ৪(চার)টি গোয়েন্দা অফিস রয়েছে

১০৮ (এক বা একাধিক উপজেলা / থানা নিয়ে সারা দেশে ১০৮টি সার্কেল অফিস আছে)

১২৮৩

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

৪৪১, তেজগাঁও শিল্প এলাকা

ঢাকা-১২০৮

www.dnc.gov.bd

www.bangladesh.gov.bd

 

ফোন নং

+88028870011

ফ্যাক্স নং

+88028870010

ই-মেইল

dgdncbd@gmail.com

মোবাইল নং

+8801714131416

১.২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর -পরিচিতি

বাংলাদেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে মাদকদ্রব্যের ব্যবহার অতি প্রাচীন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতবর্ষে প্রথম আফিম চাষ ও আফিম ব্যবসা শুরু করেছিল এবং এর জন্য একটি ফরমান জারি ও কিছু কর্মকর্তা নিয়োগ করে। বৃটিশরা ভারতবর্ষে আফিম উৎপাদন করে চীনসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করে বিপুল অর্থ উপার্জন করে এবং এদেশে আফিমের দোকান চালু করে । ১৮৫৭ সনে আফিম ব্যবসাকে সরকারি নিয়ন্ত্রণাধীন এনে প্রথম আফিম আইন প্রবর্তন এবং ১৮৭৮ সনে আফিম আইন সংশোধন করে আফিম ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হয়। অত:পর গাঁজা ও মদ থেকেও রাজস্ব আদায় শুরু হয় এবং ১৯০৯ সনে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ও বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হয়। আফিম, মদ ও গাঁজা ছাড়াও আফিম ও কোকেন দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মাদকের প্রসার ঘটলে ১৯৩০ সনে সরকার The Dangerous Drugs Act-1930 প্রণয়ন করে। একইভাবে সরকার আফিম সেবন নিয়ন্ত্রণের জন্য ১৯৩২ সনে The Opium Smoking Act-1932 প্রণয়ন এবং ১৯৩৯ সনে The Dangerous Drugs Rules-1939 প্রণয়ন করে।

১৯৪৭ সনে পাকিস্তান প্রতিষ্ঠার পর মুমলমানদের জন্য মদ পান নিয়ন্ত্রণের জন্য ১৯৫০ সনে  TheProhibtion Rules-1950  তৈরি হয়। পাকিস্তান আমলে ১৯৫৭ সনে The Opium sales Rules-1957 প্রণীত হয়। এরপর ষাটের দশকে বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টকে এক্সাইজ এন্ড ট্যাক্সেশন ডিপার্টমেন্ট হিসেবে নামকরণ করে অর্থমন্ত্রণালয়ের অধীন ন্যস্ত করা হয়।

 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭৬ সনে এক্সাইজ এন্ড ট্যাক্সেশন ডিপার্টমেন্টকে পুনরায় পুনর্বিন্যাসকরণের মাধ্যমে নারকটিকস এন্ড লিকার পরিদপ্তর নামে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ন্যস্ত করা হয়। 1982 সনে কোডিন মিশ্রিত কফ সিরাপ, এ্যালকোহলযুক্ত কতিপয় হেলথ টনিক, ট্যাবলেট, সিরাপ ইত্যাদির উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করা হয়। ১৯৮৪ সনে আফিম ও মৃতসঞ্জীবনী সুরা নিষিদ্ধকরণ এবং ১৯৮৭ সনে গাঁজার চাষ বন্ধ ও ১৯৮৯ সনে সমস্ত গাঁজার দোকান তুলে দেয়া হয়।

১৯৮৯ সন পর্যন্ত নারকটিকস এন্ড লিকার পরিদপ্তরের মূল লক্ষ্য ছিল দেশে উৎপাদিত মাদকদ্রব্য থেকে রাজস্ব আদায় করা। আশির দশকে সারা বিশ্বে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। বাংলাদেশে এ সমস্যার মোকাবেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ, মাদকের ক্ষতিকর প্রতিক্রিয়া সম্পর্কে গণসচেতনতার বিকাশ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনকল্পে ১৯৮৯ সনের শেষের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮৯ জারি করা হয়। অতঃপর ২ জানুয়ারি, ১৯৯০ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ প্রণয়ন করা হয় এবং নারকটিকস এন্ড লিকারের স্থলে একই বছর তৎকালীন রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। এরপর ৯ সেপ্টেম্বর ১৯৯১ তারিখ এ অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যস্ত করা হয়।

আমাদের শিল্প কারখানায় বিশেষ করে ঔষধশিল্পের উৎপাদন অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় কাঁচামাল/ কেমিক্যালসসমূহের মধ্যে উল্লেখযোগ্য পরিমান মাদক বিদেশ থেকে আমদানি করতে হয়। ৯০ এর দশক পর্যন্ত উক্ত আমদানি কার্যক্রমে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল নারকোটিকস কন্ট্রোল বোর্ড (আইএনসিবি)-এর জোরদার মনিটরিং ব্যবস্থা ছিল না। ২০০০ সনের পর থেকে আইএনসিবি‘র মনিটরিং জোরদার হওয়ার কারণে এক্ষেত্রে আইনের তফশিলভূক্ত কাঁচামাল/ কেমিক্যাল (মাদক) আমদানির জন্য এ অধিদপ্তরের লাইসেন্স/পারমিট গ্রহণ বাধ্যতামূলক। আমদানিকৃত উক্ত কাচামালের ব্যবহারসহ আনুসংগিক যাবতীয় কার্যক্রম তদারকি ও মনিটরিং বর্তমানে অধিদপ্তরের অন্যতম দায়িত্ব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালেয়র অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেশে অবৈধ মাদকের প্রবাহ রোধ, ঔষধ ও অন্যান্য শিল্পে ব্যবহার্য বৈধ মাদকের শুল্ক আদায় সাপেক্ষে আমদানি, পরিবহন ও ব্যবহার নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের সঠিক পরীক্ষণ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ,  মাদকদ্রব্যের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরোধ কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড় কর্ম-সম্পর্ক তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অধিদপ্তেরর প্রধান দায়িত্ব।

১.৩  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - অর্গানোগ্রাম

 

 

১.৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - কার্যপরিধি

জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড নামে নীতি নির্ধারনী একটি বোর্ড রয়েছে । মহাপরিচালক জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য সচিব।   

                   জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য সচিব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব ও কর্তব্য

  1. চেয়ারপারসনের নির্দেশে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভা আহবান এবং সভা অনুষ্ঠানের যাবতীয় আয়োজন, ব্যবস্থাপনা ও পরিচালন কার্য সম্পাদন
  2. বোর্ডের সভার কার্যবিবরণী ও অন্যান্য বিষয় সম্পর্কে যাবতীয় নথিপত্র সম্পাদন ও সংরক্ষণ
  3. মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধ, মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসনসহ মাদকদ্রব্য সংক্রামত্ম অন্যান্য জাতীয় নীতিমালা প্রণয়নে প্রশাসনিক, প্রয়োগিক ও সকল টেকনিক্যাল বিষয়াদির উপর বোর্ডকে পরামর্শ প্রদান
  4. মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান নিরোধ, মাদকাসক্তি সম্পর্কিত গবেষণা ও জরীপ, মাদকদ্রব্য নিরোধে শিক্ষা ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং উল্লেখিত এসব বিষয়ের প্রতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কিত দেশের অভ্যন্তরে সকল সংস্থা ও কর্তৃপক্ষর সাথে যোগাযোগ রক্ষা ও তাদের সকল কর্মের সমন্বয় সাধনে বোর্ডের প্রতিনিধি বা সচিব হিসেবে দায়িত্ব পালন
  5. জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড তহবিলের আয়ন ব্যয়ন অফিসার হিসেবে দায়িত্ব পালন ও উক্ত তহবিলের যাবতীয় হিসাব সংরক্ষণ
  6. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসনে বিভিন্ন আত্মর্জাতিক সংস্থা সরকারের সাথে পারস্পরিক সহযোগীতামূলক চুক্তি সম্পাদনে বিশেষজ্ঞ ব্যক্তি হিসেবে সরকারের প্রতিনিধি হিসেবে কার্য সম্পাদন

 

নিম্নোক্ত ৪টি অধিশাখার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ঃ

  • প্রশাসন, প্রশিক্ষণ অর্থ ও হিসাব
  • অপারেশনস, ট্রাফিক ও গোয়েন্দা
  • নিরোধ-শিক্ষা, গবেষণা ও প্রকাশনা
  • চিকিৎসা ও পুনর্বাসন

পরিচালক (প্রশাসন, প্রশিক্ষণ ও অর্থ)

  1. অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ব্যবস্থাপনা, নিয়োগ-বদলি, পদোন্নতি, সিলেকশন গ্রেড, টাইম স্কেল প্রদান ইত্যাদি যাবতীয় প্রশাসনিক কর্মের পরিচালক ও সমন্বয় সাধনে মহাপরিচালকের অধীন মূল কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন
  2.  সকল কর্মকর্তা / কর্মচারীর নিয়ম মাফিক বদলি/পদস্থাপনের ব্যবস্থা করা
  3. নিয়োগ বিধি প্রণয়ন ও তার বাস্তবায়ন
  4. অধিদপ্তরের বাজেট প্রণয়ন, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক অফিসসমূহের জন্য বাজেট বরাদ্দ প্রদান এবং তাদের ব্যয় নিয়ন্ত্রণ
  5. অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো প্রণয়ন, তাতে পরিবর্তন ও পরিবর্ধন
  6. অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণকে দক্ষতাসীমা অতিক্রম/বেতন-ভাতা ও বিভিন্ন প্রকার অগ্রিম/ঋণ প্রদানের দায়িত্ব পালন
  7. অধিদপ্তরের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি, সাজ-সরঞ্জাম, উপকরণ, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এগুলো সংগ্রহের ব্যবস্থাকরণে মহাপরিচালককে সহায়তাকরণ
  8. অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী, অধিদপ্তর সংশ্লিষ্ট যাবতীয় কার্যাবলী ও আচরণ বিধির নিয়ন্ত্রণ প্রশাসনিক ও অন্যান্য নিয়ম শৃংখলা নিশ্চিত করণ এবং অসদাচরণ ও শৃংখলা ভংগের শাস্তি নিশ্চিত করণ
  9. বিভাগীয় পদোন্নতি কমিটি/সুপরিয়ার সিলেকশন বোর্ড ইত্যাদিতে বিবেচনার জন্যে প্রস্তাব প্রণয়ন
  10. মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতা অনুযায়ী অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের ছুটি মঞ্জুর করা
  11. অধিদপ্তরের প্রশাসনিক কর্মকান্ডে প্রধান সমন্বয়কারী কর্মকর্তা হিসাবে মহাপরিচালককে সহায়তা প্রদান
  12. অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর বার্ষিক গোপনীয় প্রতিবেদন, চাকুরী সংক্রান্ত নথি ও অন্যান্য তথ্যাবলির সংরক্ষণ
  13. অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্যে দেশের অভ্যন্তরে এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ
  14. অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কর্মকর্তা ও কর্মচারীর ভ্রমণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান
  15. জাতীয় সংসদে প্রশ্নোত্তর প্রণয়ন ও সংসদ বিষয়ক দায়িত্ব পালন
  16. অধিদপ্তরের আয়-ব্যয় ও প্রশাসনিক কাজকর্ম মূল্যায়নে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক অফিসসমূহ পরিদর্শন
  17. পাবলিক একাউন্টস্ কমিটির নিকট জবাবদিহি করণের জন্যে কাগজপত্র প্রণয়ন
  18. আভ্যন্তরীণ অডিট
  19. মহাপরিচালক কর্তৃক অর্পিত অন্যান্য যে কোন দায়িত্ব পালন

           

পরিচালক(অপারেশনস, ট্রাফিক ও গোয়েন্দা)

  1. আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সকল কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক অপরাধ দমন তথ্যানুসন্ধান, গোয়েন্দা কার্যক্রম, চোরাচালান প্রতিরোধ, পরিদর্শন, তদন্ত, প্রভৃতি কর্মের সার্বিক তত্ত্বাবধান সমন্বয় সাধন ও নিয়মিত পরিদর্শন
  2. অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ, তথ্যানুসন্ধান, গোয়েন্দা কার্যক্রম, পরিদর্শন, তদন্ত প্রভৃতি কর্মে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, নতুন পদ্ধতি উদ্ভাবন ও মহাপরিচালকের নিকট পেশকরণ
  3. দেশের অভ্যন্তরে মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ তদন্ত এবং গোয়েন্দা কার্যক্রমের ব্যাপারে মহাপরিচালকের পক্ষে মূখ্য কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন
  4. আইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত দেশের অন্যান্য সংস্থা ও সংগঠনসমূহের  সাথে যোগাযোগ রক্ষা করা
  5. মাদকদ্রব্য সংক্রান্ত যাবতীয় মামলার সফল পরিচালনার সার্বিক দায়িত্ব পালন
  6. অপরাধ দমন ও গোয়েন্দা কর্মে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের পেশা ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী প্রণয়নে মহাপরিচালককে পরামর্শ দান
  7. অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মূল্যায়ন ও অতিরিক্ত মহাপরিচালকের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রয়োজনমত প্রতিবেদন পেশ।
  8. অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধীর সাজা প্রদান ইত্যাদির ব্যাপারে উপযুক্ত পরিসংখ্যান তৈরি সমন্বয় ও অতিরিক্ত মহাপরিচালকের নিকট নিয়মিতভাবে প্রতিবেদন দাখিল
  9. আটককৃত মালামালের বিধি মোতাবেক নিস্পত্তির ব্যাপারে মহাপচিালককে সহায়তা দান এবং মাঠ পর্যায়ের এ সকল কর্মের সার্বিক তত্ত্বাবধান সমন্বয় ও বান্তবায়ন
  10. মহাপরিচালক কর্তৃক প্রদত্ত মাঠ পর্যায়ে প্রশাসনের অন্য যে কোন দায়িত্ব পালন

 পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা)

  1. মাদকদ্রব্যের অপব্যবহারের কুফল সম্পর্কে সর্বস্তরের জনগণকে অবহিত করা
  2. নিরোধমূলক শিক্ষা প্রসারের মাধ্যমে দেশের অভ্যন্তরে মাদকদ্রব্যের চাহিদা নির্মূল করা
  3. সভা-সম্মেলন, কর্মশালা ও আলোচনা সভাসহ বিভিন্ন প্রকার উদ্বোদ্ধকরণ কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন
  4. মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে নিবেদিত বেসরকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকান্ডের সমন্বয় সাধন
  5. পোষ্টার, প্রচার-পত্র, চলচ্চিত্র ও অন্যান্য গণমাধ্যমে জনগণের মধ্যে মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সৃষ্টি সংক্রান্ত কর্মকান্ড পরিচালনা
  6. বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মকান্ড আয়োজনের মাধ্যমে মাদকাসক্তির প্রবণতা প্রতিরোধে সক্ষম কর্মী বাহিনী তৈরি করা
  7. মাদকাসক্তির প্রতিরোধ কল্পে দীর্ঘমেয়াদী গবেষণামূলক প্রকল্প প্রস্ত্তত ও পরিচালনা করা
  8. মাদকাসক্তির ব্যাপ্তি ও প্রভাব সম্পর্কে পরিসংখ্যান সংগ্রহ ও গবেষণা পরিচালনা
  9. বিভিন্ন প্রকার শিক্ষামূলক প্রকাশনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার ও কুফল সম্পর্কে সর্বস্তরের জনগণকে অবহিত করা
  10. দেশে ও বিদেশে গবেষণালব্ধ তথ্য বিভিন্ন প্রকাশনার মাধ্যমে জনগণের সন্মুখে তুলে ধরা ও মাদকবিরোধী কর্মকান্ডে অংশগ্রহণে সর্বস্তরের জনগণকে অনুপ্রাণিত করা
  11. উপ-পরিচালক (নিরোধ শিক্ষা) ও উপ-পরিচালক (গবেষণা ও প্রকাশনা) এর কার্যাবলীর তত্ত্বাবধান
  12. মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে বিভিন্ন নীতিমালা প্রণয়নে মহাপরিচালককে সহায়তা দান
  13. আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও সম্মেলনের আয়োজন করা
  14. মহাপরিচালকের নির্দেশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সংযোগ স্থাপন ও সমন্বয় সাধন
  15. মহাপরিচালক কর্তৃক প্রদত্ত অন্য যে কোন দায়িত্ব পালন

 

পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন)

  1. মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও বান্তবায়নের সকল দায়িত্ব পালন
  2. দেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র থেকে মাদকাসক্ত রোগীদের পরিসংখ্যান সংগ্রহ করা ও জেলা ভিত্তিক পরিসংখ্যান মহাপরিচালকের নিকট অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পেশ করা
  3. দেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র থেকে মাদকদ্রব্য ঝুকিপূর্ণ ও ঔষধের ব্যবহারের পরিসংখ্যান সংগ্রহ ও তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
  4. মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কাজে নিয়োজিত সকল সরকারী, বেসরকারী ও স্বেচছাসেবী সংস্থা ও কর্তৃপক্ষের তালিকা প্রণয়ন ও নিবন্ধীকরণে প্রয়োজনীয় দায়িত্ব পালন
  5. মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের পর সমাজে তাদের আচরণ ও জীবনযাত্রা ইত্যাদি বিষয়ে পুনর্মূল্যায়ন ও প্রতিবেদন পেশ
  6. মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সরকারী, বেসরকারী ও স্বেচছাসেবী সংস্থা ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে উদ্ভাবিত বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা ও সভা অনুষ্ঠান এবং নির্দেশিকা প্রেরণ
  7. মহাপরিচালক কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন ইত্যাদি।

১.৫ এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

আঞ্চলিক কার্যালয়

ইংরেজি

Zonal Office

সংক্ষিপ্ত

 

অফিস সংখ্যা

4

অফিস প্রধানের পদবি

অতিরিক্ত পরিচালক

জনবল

৮ জন

 

 

 

 

 

 

 

 

 

 

 ১.৭ এক নজরে জেলা (উপ-আঞ্চলিক) অফিস

 

নাম

বাংলা

উপ-আঞ্চলিক কার্যালয়

ইংরেজি

Sub-regional Office

সংক্ষিপ্ত

উপ-অঞ্চল

অফিস সংখ্যা

29

অফিস প্রধানের পদবি

উপ-পরিচালক/সহকারী পরিচালক

জনবল

৩৫


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১.৯ এক নজরে উপজেলা (সার্কেল) অফিস

 

 

নাম

বাংলা

সার্কেল কার্যালয়

ইংরেজি

Circle Office

সংক্ষিপ্ত

Circle

অফিস সংখ্যা

108

অফিস প্রধানের পদবি

পরিদর্শক

জনবল

 


১.৬ বিভাগীয় (আঞ্চলিক)  অফিসের অর্গানোগ্রাম

 


১.৮  জেলা অফিসের অর্গানোগ্রাম


 ১.১০ উপজেলা অফিসের (সার্কেল) অর্গানোগ্রাম

২.১ বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (অধিদপ্তর/ জেলা পর্যায়)

ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(অধিদপ্তর/উপ-আঞ্চল)

  1.  

মাদকদ্রব্য আমদানি লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

বেসরকারী পর্যায়ে মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র ,মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকদ্রব্য আমদানির ছাড়পত্র প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকদ্রব্য ব্যবহারের পারমিট প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকদ্রব্য খুচরা বিক্রির লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকদ্রব্য রপ্তানি লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকদ্রব্য রপ্তানির ছাড়পত্র প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকদ্রব্যের শুল্ক খালাসের অনাপত্তিপত্র প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

সালফিউরিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড আমদানি লাইসেন্স এর অনাপত্তিপত্র প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকদ্রব্য বহন/পরিবহন পাস প্রদান

উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

বার লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

বিলাতি মদের লাইসেন্স

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মদ্য জাতীয় পানীয় আমদানির অনুমতি প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

দেশী মদের লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

এলকোহল উৎপাদন (ডিস্টিলারী/ব্রিউয়ারী) লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মদ্য পানের পারমিট প্রদান

উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

রেক্টিফাইড  স্পিরিটের  লাইসেন্স প্রদান

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

ডিনেচার্ড  স্পিরিটের লাইসেন্স প্রদান

উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদক বিরোধী কার্যক্রম পরিচালনাকারী বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা(এনজিও) এর নিবন্ধন নম্বর ইস্যু

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

লাইসেন্স/ লাইসেন্সের অংশ হস্থান্তর

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

লাইসেন্স/ ব্যবহারের পারমিটে কোটা বৃদ্ধি

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

লাইসেন্সকৃত প্রতিষ্ঠান স্থানান্তর

প্রধান কার্যালয় ও  উপ-আঞ্চলিক কার্যালয়

  1.  

মাদকাসক্ত রোগীদের চিকিৎসা প্রদান

কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ঢাকা এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

  1.  

মাদক অপরাধ দমন কার্যক্রম পরিচালনা

উপ অঞ্চল, গোয়েন্দা অঞ্চল ও সার্কেল


২.২ নাগরিক-সেবার তথ্য সারণি

ক্রমিক

নং

সেবা প্রদানকারীঅফিসের নাম

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়ো-জনীয় ফি / ট্যাক্স / আনু-ষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য আমদানি লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক(প্র.)
  • উপ-পরিচালক (প্রধান কার্যালয়)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক , উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে  মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবিহত করা হয়।

৯০দিন (সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-১০,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সিনিয়র সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়

02

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেসরকারী পর্যায়ে মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র ,মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (চিপু)
  • সহকারী পরিচালক (চিপু)
  • অফিস সহকারী (চিপু)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারীআঞ্চলিক, কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। চিকিৎসা ও পুনর্বাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবিহত করা হয়ে থাকে।

৯০দিন

(সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-

  • ১০ বেড পযর্ন্ত ২০,০০০/-টাকা
  • ১১-২০ বেড পযর্ন্ত ৩০,০০০/-টাকা
  • ২০বেডের উর্ধ্বে ৫০,০০০/-টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও বেসরকারী পর্যায়ে মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা, ২০০৫

সরকার (সিনিয়র সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়) বরাবর আপীল

03

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক(প্র.)
  • উপ-পরিচালক (প্র.)
  • সহকারী পরিচালক(প্র.)
  • অফিস সহকারী(প্র.)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  •   অফিস সহকারীআঞ্চলিক,  কার্যালয়
  •   উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবিহত করা হয়ে থাকে।

৯০দিন

(সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-১০,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সিনিয়র সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়

০4

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য আমদানির ছাড়পত্র প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক(প্র.)
  • উপ-পরিচালক (প্র.)
  • সহকারী পরিচালক(প্র.)
  • অফিস সহকারী(প্র.)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  •   উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

 

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপ-অঞ্চলে মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন   আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে মাদকদ্রব্য আমদানির ছাড়পত্র প্রদান করা হয়।

৩০দিন

(সর্বোচ্চ)

 

কোন ফি লাগে না

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সরকার (সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়) বরাবর আপীল।

০5

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য ব্যবহারের পারমিট প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক(প্র.)
  • উপ-পরিচালক (প্র.)
  • সহকারী পরিচালক(প্র.)
  • অফিস সহকারী(প্র.)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

 

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে মাদকদ্রব্য ব্যবহারের পারমিট প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে পারমিট প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে  আবেদনকারীকে অবিহত করা হয়ে থাকে।

৩০দিন

(সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-১,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

০6

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য খুচরা বিক্রির লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক(প্র.)
  • উপ-পরিচালক (প্র.)
  • সহকারী পরিচালক(প্র.)
  • অফিস সহকারী(প্র.)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারীআঞ্চলিক,  কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক,উপ-আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে  মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চ-লিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবিহত করা হয়ে থাকে।

৩০দিন

(সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-১,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

০7

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য রপ্তানি লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক(প্র.)
  • উপ-পরিচালক (প্র.)
  • সহকারী পরিচালক(প্র.)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

 

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে  মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবিহত করা হয়।

৯০দিন

(সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-১০,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

০8

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য রপ্তানির ছাড়পত্র প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক
  • উপ-পরিচালক
  • সহকারী পরিচালক
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

 

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপ-অঞ্চলে মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে মাদকদ্রব্য রপ্তানির ছাড়পত্র প্রদান করা হয়ে থাকে।

৩০দিন

(সর্বোচ্চ)

 

কোন ফি লাগে না

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

০9

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্যের শুল্ক খালাসের অনাপত্তিপত্র প্রদান

  • পরিচালক (প্রশাসন)
  • উপ-পরিচালক
  • সহকারী পরিচালক

 

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে পরিচালক (প্রশাসন) বরাবর  আবেদন করতে হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে শুল্ক খালাসের অনাপত্তিপত্র প্রদান করা হয়ে থাকে।

৩দিন (সর্বোচ্চ)

 

কোন ফি লাগে না

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

10

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সালফিউরিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড আমদানি লাইসেন্স এর অনাপত্তিপত্র প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (প্রশাসন)
  • উপ-পরিচালক
  • সহকারী পরিচাক
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

 

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে/ প্রতিষ্ঠানটির প্যাডে  মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন   আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে সালফিউরিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড আমদানি লাইসেন্স এর অনাপত্তিপত্র প্রদান করা হয়ে থাকে।

৬০ দিন (সর্বোচ্চ)

 

কোন ফি লাগে না

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

11

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য বহন/পরিবহন পাস প্রদান

  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
  • পরিদর্শক, সংশ্লিষ্ট সার্কেল

 

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে  উপ-পরিচালক/ সহকারী পরিচালক বরাবর উপ-অঞ্চলে আবেদন করতে হয় । আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট সার্কেল পরিদর্শক কর্তৃক তদন্ত করে মতামতসহ  প্রতিবেদন উপ-পরিচালক/ সহকারী পরিচালক,  উপ-আঞ্চলিক কার্যালয়ের নিকট প্রেরণ করা হয়ে থাকে। উপ-পরিচালক / সহকারী পরিচালক কর্তৃক যাচাই-বাছাই  করে আপত্তি না থাকলে মাদকদ্রব্য বহন/ পরিবহন পাস  প্রদান করা হয় অথবা বাতিল করা হয়।

৩০দিন

(সর্বোচ্চ)

 

কোন ফি লাগে না

১. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০

২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯ ও ৩. প্রহিবিশন রুলস, ১৯৫০

 

অতিরিক্তি পরিচালক

১2

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বার লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (প্রশাসন)
  • উপ-পরিচালক
  • সহকারী পরিচালক
  • অফিস সহকারী(প্র.)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারীআঞ্চলিক,  কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে/ প্রতিষ্ঠানটির প্যাডে  মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। অনুমোদন পাওয়া গেলে উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবিহত করা হয়।

 

১২০ দিন

(সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-

ক্লাব-১৫,০০০/- টাকা ও হোটেল/রেস্তোরা/মোটেল/রিসোর্ট ১০,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ,এক্সাইজ ম্যানুয়ালভলিউম২,  বিভিন্ন সময় জারীকৃত এসআরও এবং প্রহিবিশন রুলস ১৯৫০। বার লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়ে বিধিমালা তৈরী না হওয়া পযর্ন্ত ৩থেকে ৫ তারকা মানসম্পন্ন হোটেলকে এবং ন্যূনতন ২০০ (দু’শ)পারমিটধারী ক্লাবকে বার লাইসেন্স প্রদান করা যাবে মর্মে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড সভার সিদ্ধান্ত রয়েছে।

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১3

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিলাতি মদের লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (প্রশাসন)
  • উপ-পরিচালক
  • সহকারী পরিচালক
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের   অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে লাইসেন্স প্রদান হয়।

১২০দিন (সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-১০,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও এক্সাইজ ম্যানুয়ালভলিউম ২ এবং বিভিন্ন সময় জারীকৃত এসআরও। নতুন মদের দোকান  চালু করা যাবে না মর্মে সরকারের সিদ্ধান্ত থাকায় বিলাতী মদের  লাইসেন্স প্রদান বন্ধ আছে

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১4

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মদ্য জাতীয় পানীয় আমদানির অনুমতি প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (প্রশাসন)
  • উপ-পরিচালক
  • সহকারী পরিচালক
  • অফিস সহকারী
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে / প্রতিষ্ঠানের প্যাডে সংশ্লিষ্ট উপ-অঞ্চলে মহাপরি-চালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে মদ্য জাতীয় পানীয় আমদানির অনুমতি প্রদান করা হয়ে থাকে।

৩০দিন

(সর্বোচ্চ)

 

কোন ফি লাগে না

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ,এক্সাইজ ম্যানুয়ালভেলিউম ২,  বিভিন্ন সময় জারীকৃত এসআরও, প্রহিবিশন রুলস ১৯৫০, হালনাগাদ আমদানি নীতি আদেশ, ন্যূনতন ২০০ পারমিটধারী ক্লাবকে মদ্য জাতীয় পানীয় আমদানির অনুমতি প্রদান করা যাবে মর্মে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড সভার সিদ্ধান্ত রয়েছে

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১5

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

দেশী মদের লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (প্রশাসন)
  • উপ-পরিচালক
  • সহকারী পরিচালক
  • অফিস সহকারী
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে / প্রতিষ্ঠানটির প্যাডে মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকা-রীকে অবিহত করা হয়ে থাকে।

৯০দিন

(সর্বোচ্চ)

 

পৌর এলাকায় লাইসেন্স ফি-১৪,০০০/- টাকা এবং পৌর এলাকার বাইরে অন্যান্য এলাকায় লাইসেন্স ফি-৬,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, এক্সাইজ ম্যানুয়ালভেলিউম ২ এবং বিভিন্ন সময় জারীকৃত এসআরও। নতুন মদের দোকান  চালু করা যাবে না মর্মে সরকারের সিদ্ধান্ত থাকায় দেশী মদের দোকানের  লাইসেন্স প্রদান বন্ধ আছে।

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১6

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এলকোহল উৎপাদন (ডিস্টিলারি/ ব্রিউয়ারি) লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (প্রশাসন)
  • উপ-পরিচালক
  • সহকারী পরিচালক
  • অফিস সহকারী
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে/ প্রতিষ্ঠানটির প্যাডে  মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। অনুমোদন পাওয়া গেলে উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবিহত করা হয়।

১২০দিন

(সর্বোচ্চ)

 

লাইসেন্স ফি-২০,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, এক্সাইজ ম্যানুয়াল ভলিউম-২ এবং বিভিন্ন সময় জারিকৃত এসআরও

 

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১7

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মদ্য পানের পারমিট প্রদান

  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
  • পরিদর্শক, সংশ্লিষ্ট সার্কেল

 

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে পরিদর্শক বরাবর সংশ্লিষ্ট সার্কেলে আবেদন দাখিল করতে হয়। আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট সার্কেল পরিদর্শক কর্তৃক তদন্ত করে মতামতসহ উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক  কার্যালয় বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয়।  উপ-পরিচালক/ সহকারী পরিচালক কর্তৃক যাচাই বাছাই করে আপত্তি না থাকলে পারমিট প্রদানের অনুমোদন এবং সার্কেল পরিদর্শক কর্তৃক আবেদনকারীকে পারমিট প্রদান করা হয়।

৩০দিন

(সর্বোচ্চ)

 

দেশী মদের পারমিট ফি-৮০/- টাকা এবং বিলাতি মদের পারমিট  ফি-২০০০/- টাকার ট্রেজারি চালান।.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও প্রহিবিশন রুলস ১৯৫০।

অতিরিক্ত পরিচালক বরাবর আপীল

১8

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রেক্টিফাইড  স্পিরিটের  লাইসেন্স প্রদান

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক(চিপু)
  • সহকারী পরিচালক (চিপু)
  • অফিস সহকারী (চিপু)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

 

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে  মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্মকর্তা কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়।  চিকিৎসা ও পুনর্বাসন (চিপু) অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবিহত করা হয়।

৯০দিন

(সর্বোচ্চ)

 

সংশ্লিষ্ট বিধিতে সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়-এর উল্লেখ নেই।

 

হোমিও ঔষধ প্রস্তুতের ফি- ২,০০০/- টাকা,  শিল্প প্রতিষ্ঠানের জন্য-৬০০০/-টাকা, এ্যালোপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য-৯,০০০/- টাকা এবং মাদারটিংচারের জন্য-১৫,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, এক্সাইজ ম্যানুয়ালভলিউম ২ এবং বিভিন্ন সময় জারিকৃত  এসআরও।

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ডিনেচার্ড স্পিরিটের লাইসেন্স প্রদান

  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
  •  পরিদর্শক, সংশ্লিষ্ট সার্কেল

 

সংশ্লিষ্ট কাগজপত্রসহ  প্রতিষ্ঠানের প্যাডে বা সাদা কাগজে উপ-পরিচালক/ সহকারী পরিচালক উপ-আঞ্চলিক কার্যালয় বরাবর আবেদন দাখিল  করতে হয়। সংশ্লিষ্ট সার্কেল পরিদর্শক কর্তৃক মতামতসহ তদন্ত প্রতিবেদন উপ-আঞ্চলিক কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। উপ-আঞ্চলিক কর্মকর্তা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন এবং আবেদনকারীকে লাইসেন্স প্রদান করা হয়।

৩০দিন

(সর্বোচ্চ)

সংশ্লিষ্ট বিধিতে সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়-এর উল্লেখ নেই।

 

লাইসেন্স ফি-পাইকারী-১০,০০০/- টাকা ও খুচরা-৩,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০।

অতিরিক্ত পরিচালক

২০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকারী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এর নিবন্ধন নম্বর ইস্যু

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (নিশি)
  • উপ-পরিচালক (গঃপ্র)
  • সহকারী পরিচালক  (গঃপ্র)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে / প্রতিষ্ঠানের প্যাডে মহাপরিচালক বরাবর  আবেদন করতে হয় । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল  কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। নিরোধ শিক্ষা অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে নিবন্ধন প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে নিবন্ধন প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকারীকে অবহিত করা হয়।

৯০দিন

(সর্বোচ্চ)

 

নিবন্ধন ফি- ১,০০০/- টাকার ট্রেজারি চালান

মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকারী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এর নিবন্ধন নম্বর ইস্যু ও নবায়ন পরিপত্র,২০১০

 

সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

লাইসেন্স/ লাইসেন্সের অংশ হস্থান্তর

  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (প্রশাসন)
  • উপ-পরিচালক (প্র.)
  • সহকারী পরিচালক (প্র.)
  • অফিস সহকারী (প্র.)
  • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারী,আঞ্চলিক কার্যালয়
  • উপ-পরিচালক/ সহকারী পরিচালক,উপ-আঞ্চলিক কার্যাল